বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মেহেরপুরে ১ হাজার কর্মহীন-দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ৬টার দিকে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে শহীদ জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়। মেহেরপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ১ হাজার কর্মহীন.দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মাসুদ অরুন বলেন করোনা ভাইরাসের কারণে সরকারী ঘোষিত লকডাউনের জন্য অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই গণতন্ত্রের প্রবক্তা,বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে কোন সভা-সমাবেশ না করে তাকে স্মরণ করতে কর্মহীন,দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এমএস/প্রিন্স/খবরপত্র