সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

মহেশখালীতে অস্ত্রসহ এক যুবক আটক

কাইছার হামিদ মহেশখালী :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

মহেশখালী থানা পুলিশের অভিযানে বন্দুক ও কুড়ালসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার। ২১শে এপ্রিল ভোর ৫টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালীস্থ ফকিরাঘোনা থেকে নুরুল মোস্তফাকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। জানা যায়, মহেশখালী থানার ওসি মোঃ আব্দুল হাই পিপিএম সেবা’র নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উক্ত সন্ত্রাসী নুরুল মোস্তফা(২৮)কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃত আসামী বড় মহেশখালী ফকিরাঘোনা এলাকার মোস্তাক আহমদের ছেলে। থানা সূত্র জানা যায়, ভোর ০৫.১০ ঘটিকায় মহেশখালী থানাধীন বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকায় ধৃত আসামী মোঃনুরুল মোস্তফা(২৮) তথ্যানুসারে একই এলাকার পলাতক আসামী মৃত ছলিম উল্লাহ প্রঃ হুলুর পুত্র মোঃ নুরুল হোসেন প্রঃ হোসেন(৩৫) বসত ঘরের খাটের তোষকের নিচ হইতে ০১ টি দেশীয় তৈরী একনলা বন্দুক যাহা লম্বা ৪ ফুট ১ ইঞ্চি, তার পকেট থেকে ০১ টি ফায়ারকৃত শর্ট গানের খোসা এবং ১ টি কুড়াল উপস্থিত সাক্ষিদের মোকাবেলায় জব্দ করা হয়। এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই পিপিএম জানান, তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং অপরাধীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com