রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

ব্রাজিল একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

খবরপত্র ‍নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩০ মে, ২০২০

ব্রাজিলে মহামারি করোনভাইরাসের প্রকোপ দিনে দিনে বেড়েই চলছে। মাত্র কয়েকদিনে ইউরোপের সব দেশ আর রাশিয়াকে ডিঙ্গিয়ে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে ব্রাজিল। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড গড়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ২৬ হাজার ৯২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। একইদিনে মারা গেছে আরও ১ হাজার ১২৪ জন।

শনিবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার বলছে, দেশটিতে এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৩৩৮ জনে দাঁড়িয়েছ। মোট মৃত্যু সংখ্যা ২৭ হাজার ৯৪৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ১৮১ জন। হাসপাতালে ও হোম কোয়ারেন্টিনে চিকিৎসাধীন ২ লাখ ৪৭ হাজার ২১৩ জন। এদের মধ্যে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com