জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশের কোনো মানুষ আশ্রয়হীন থাকবে না। পিতার সেই স্বপ্ন পূরণে মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের গৃহহীন-ভূমিহীনদের গৃহ ও জমি উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক কুমিল্লার তিতাস উপজেলায় ৩য় পর্যায়ে ২২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়া হয়েছে এই উপহার। ২৬ এপ্রিল(মঙ্গলবার)সকাল ১১ টায় গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হয়ে সারাদেশে একযোগে ৩৪ হাজার ৯শত ৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিল, জমির খতিয়ান, গৃহ প্রদানের সনদসহ ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় তিতাস উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ এর সভাপতিত্বর উপজেলা পরিষদ হলরুমে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা -তিতাসের) সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। বিশেষ অতিথি তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী,সাধারণ সম্পাদক মোঃ মহসীন ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মাৎ ফরিদা ইয়াসমিন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ এর পরিচালনায় অনান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস, উপজেলা স্ব্যাস্থ ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ সরফরাজ হোসেন খাঁন। উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল হক সরকার, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ, কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইব্রাহিম সরকার, ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক মোঃ বাবুল আহমেদ, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফুজ্জামান খোকা, মজিদ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকার। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সেতারুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাম্মাৎ আনোয়ারা চৌধুরী সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ। মজিদ পুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মোঃ মোস্তাক আহমেদ ভূইঁয়া, তিতাস উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ তফাজ্জল হোসেন সাদ্দাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমূখ। আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় তিতাস উপজেলায় ১ম পর্যায়ে ৩০টি ঘর প্রতি বরাদ্দ ১লক্ষ ৭১ হাজার টাকা, ২য় পর্যায়ে ২২টি ঘর প্রতি বরাদ্দ ১লক্ষ ৯০ হাজার টাকা, ৩য় পর্যায়ে ২২টি ঘর প্রতি বরাদ্দ ২লক্ষ ৫৯ হাজার ৫০০টাকা। ইতোমধ্যে ৩য় পর্যায়ের ২২টি ঘরের কাজ সমাপ্ত হয়েছে। উপজেলা ভিটিকান্দি ইউনিয়নে দাশকান্দি গ্রামে ৭টি, জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামে ৯টি, নারান্দিয়া ইউনিয়নের দুখিয়ারকান্দি গ্রামে ৩টি ও কড়িকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামে ৩টি।