মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে জলঢাকা উপজেলায়ও একক গৃহনির্মাণ কাজ চলমান রয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী মঙ্গলবার ঈদ উপহার হিসেবে ৩য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুভ উদ্বোধন করেন। এসব বাড়ি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তদারকিতে নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপহার তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুভ উদ্বোধনের পর উপকারভোগীদের মাঝে নতুন বাড়ির চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মাহ্বুব হাসান, জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট মির্জা মুরাদ হোসেন বেগ, উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন রুবেল, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা মাধ্যমিক অফিসার চঞ্চল কুমার ভৌমিক, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বপ্নের ঠিকানা পাওয়া উপকারভোগীদের কয়েকজন উপস্থিত ছিলেন। জলঢাকা উপজেলায় ৩য় পর্যায়ে ২৮০টি ঘর নির্মাণ করা হয়েছে। এর মধ্যে জলঢাকা পৌরসভায় ১৬৪টি, ধর্মপাল ইউনিয়নে ৯টি, গোলনায় ৫৪টি ও মীরগঞ্জ ইউনিয়নে ৫৩টি। প্রতিটি ঘরে নির্মাণ ব্যয় হয়েছে ২ লক্ষ ৫৯ হাজার ৫০০টাকা। পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু বলেন, প্রধানমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে দরিদ্র জনগোষ্ঠিকে ঘর উপহার দিয়েছেন বর্তমান ইউএনও মাহবুব হাসানের নিরলস পরিশ্রমে তা আজ বাস্তবায়িত হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীনদের যে ঘর দিচ্ছেন তা পেয়ে সুবিধাবঞ্চিত এসব মানুষ খুঁজে পেয়েছে তাদের নতুন করে বাঁচার প্রেরণা। এসব ঘর নির্মাণে মান বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে নিয়মিত মনিটরিং করা হয়েছে। সর্বক্ষেত্রে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।