শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন

চিলাহাটিতে সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

সংবাদ প্রকাশের জেরে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক খবরপত্রের চিলাহাটি প্রতিনিধি আশরাফুল হক কাজলকে লাঞ্ছিত ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর দুইটার দিকে চিলাহাটি সরকারি কলেজের সামনের সড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। চিলাহাটি প্রেসক্লাবের আয়োজনে ওই মানববন্ধন থেকে হুমকিদাতা সাজ্জাদ চৌধুরীকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। কর্মসূচিতে নীলফামারী, ডোমার ও চিলাহাটিতে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সঙ্গে এলাকার সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সমাবেশে সভাপতিত্ব করেন চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জু। বক্তৃতা দেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী, সহসভাপতি আতিয়ার রহমান বাড্ডা, ভুবন রায় নিখিল, কার্যনিবাহী সদস্য মীর মাহমুদুল হাসান আস্তাক, যুগ্মসাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মানুন, ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল বারি, সদস্য রায়হান সবুক্তগীন অনিকেত, ডোমার প্রেসক্লাবের সহসভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি, সদস্য আসাদুজ্জামান হিল্লোল, আনিছুর রহমান মানিক, চিলাহাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল হক কাজল, সহসভাপতি মাহবুল হক, সদস্য এআই পলাশ প্রমুখ। উল্লেখ, জেলা পরিষদের উদ্যোগে চিলাহাটিতে ডায়াবেটিক হাসপাতাল স্থাপনের প্রক্রিয়ার পক্ষে গত ২৪ মার্চ দৈনিক খবর পত্রে একটি সংবাদ পরিবেশন করেন সাংবাদিক আশরাফুল হক কাজল। এতে ক্ষিপ্ত হন এলাকার সাজ্জাদ চৌধুরী। এরই জেরে গত ১৮ এপ্রিল চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের নির্বাচন চলাকালে অনেক মানুষের সমাগম স্থলে সাংবাদিক আশরাফুল হক কাজলকে পেয়ে লাঞ্ছিতসহ হত্যার হুমকি প্রদান করেন সাজ্জাদ। এঘটনায় ডোমার থানায় একটি সাধারণ ডায়েরী করেন সাংবাদিক আশরাফুল হক কাজল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com