সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

বোরহানউদ্দিনে গৃহবধূকে কুপিয়ে জখম

বোরহানউদ্দিন প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৩০ মে, ২০২০

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড রামকেশব গ্রামে শ্বশুড় ও দেবর মিলে অমানবিক নির্যাতন করার পর কুপিয়ে জখম করেছে আনোয়ারা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে৷

শুক্রবার দুপুরে ফুল গাছ কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে৷ সে ইউনিয়ের রামকেশব গ্রামের চৌকিদার বাড়ীর তোফাজ্জল চৌকিদারের বড় ছেলে মোঃ সিরাজ এর স্ত্রী।

নির্যাতনের শিকার আনোয়ারা বেগম বলেন, তার বড় মেয়ে নুপুর পুকুর পাড়ে ফুল গাছ লাগালে ঐ দিন দুপুরে তার দেবর সাদ্দাম এসে তা কেটে ফেলে৷ পরে, তার ১২ বছরের ছোট ছেলে তার কাকা সাদ্দামকে বাধাঁ দিলে সে তাকে মারধর শুরু করে৷ তার চিৎকার শুনে আমি বের হলে দেবর সাদ্দাম, শশুড় তোফাজ্জল চৌকিদার, চাচা শশুড় আলতাফ চৌকিদার এবং শাশুড়ী ব্যাপক মারধর শুরু করে৷

এক পর্যায়ে আত্নরক্ষার্থে ঘরে ঢুকলে ঘরের দরজা ভেঙ্গে দা দিয়ে কুপিয়ে তাকে জখম করা হয়। পরে তার বাবার বাড়ীর লোকজন খবর পেয়ে তাকে গিয়ে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান৷ সে এখন বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন৷

এ ব্যাপারে আহত আনোয়ারা বেগম জানান, আমার স্বামী ঢাকায় থাকে। প্রায় ১ বছর আগে আমার বসত ঘরে আগুনও দিয়েছে তারা৷ এছাড়া বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে৷ আমি তখন কোথায়ও কোনো বিচার পাইনি৷ এখন আমি এ ঘটনার বিচার চাই৷ এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে চাইলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com