রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব ছয় মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ অন্তঃস্বত্তা গৃহবধূ স্বপ্না হিলির রেললাইনের ধারে খেজুর রস নামাতে ব্যস্ত গাছিরা মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন গাইবান্ধায় ছোটবোন ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জে ১০ দিনব্যাপী রিকনস্ট্রাকটিভ অ্যান্ড ল্যাপারস্কোপিক সার্জারি ক্যাম্প শুরু

বদরুল আলম দুলাল সিরাজগঞ্জ :
  • আপডেট সময় রবিবার, ৮ মে, ২০২২

সিরাজগঞ্জ-২ আসনের সংসদ-সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার আয়োজনে সিরাজগঞ্জ ১০দিন ব্যাপী জন্মগত বিকলাঙ্গ, দূর্ঘটনায় বিকৃত,আগুনে পোড়া,এসিডে ঝলসানো রোগীদের বিনামূল্য চিকিৎসাসেবা ও রিকনস্ট্রাকটিভ প্লাস্টিক ও ল্যাপারস্কোপিক সার্জারি ক্যাম্প শুরু হয়েছে। বাংলাদেশ-হাঙ্গেরির যৌথ উদ্যোগে, হাঙ্গেরির অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশন,সিরাজগঞ্জ ২৫০ শ্যা বিশিষ্ট বঙ্গাব্দ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল,শহীদ এম.মুনসুর আলী মেডিকেল কলেজের সার্জারি বিভাগ,স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন ও সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে। ৮মে রবিবার সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজক অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না বলেন, বিগত প্রায় ১দশক যাবৎ বাংলাদেশে জন্মগত বিকলাঙ্গ, দর্ঘটবায় বিকৃত, আগুনে পোড়া,এসিডে ঝলসানো বিশেষায়িত রোগিদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে হাঙ্গেরির অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশন। এ পযন্ত প্রায় ৬০০ রোগীর সার্জারি সম্পন্ন করেছেন তারা। মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় বাংলাদেশের জোড়া মাথার জমজ শিশু রাবেয়া রুকাইয়া পৃথকীকরণ সফলভাবে সম্পন্ন করেছে এই টিম। আমি আশাকরি ভবিষ্যতেও তাদের এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। এসময়, হাঙ্গেরির অ্যাকশন ফর ডিাপেন্সলেস পিপল ফাউন্ডেশনের টিম লিডার ডা. গ্রেগ পাটাকি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের প্রথম দিকের স্বীকৃতি প্রদানকারী দেশ হাঙ্গেরি। মহান মুক্তিযুদ্ধের সময় ফিল্ড হাসপাতাল স্থাপন করে আহত মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের চিকিৎসাসেবা প্রদান করেছেন।অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়াতে হাঙ্গেরির অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত জন্মগত বিকলাঙ্গ, দুর্ঘটনায় বিকৃত, আগুনে পোড়া, এসিডে ঝলসানো রোগিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্লাস্টিক সার্জারি কার্যক্রম বাংলাদেশ – হাঙ্গেরির কূটনৈতিক সর্ম্পককে অনন্যমাত্রা দান করবে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একান্ত অনুপ্রেরণায় পাবনা জেলার জোড়া মাথা জমজ রাবেয়া- রুকাইয়ার পৃথকীকরণ অপারেশন সফলভাবে সম্পন্ন করেছে আমাদের টিম। যা চিকিৎসা বিজ্ঞানের অভূতপূর্ব সাফল্য। তিনি আরো বলেন,অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশন ইতিমধ্যেই বিভিন্ন দেশ মিলিয়ে প্রায় ৬০০ ছোট -বড় সফল অপারেশন সম্পন্ন করা হয়েছে। আমরা ভবির্ষ্যতে এ সেবা কার্যক্রম অব্যাহত রাখবো। সংবাদ সম্মেলন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাঙ্গেরি বিশেষজ্ঞ চিকিৎসক টিমের, উৎ. এবৎমবষু তড়ষঃধহ ঢ়ধঃধশর, উৎ.কৎরংুঃরহধ ইধৎধহুধর, উৎ.ঘড়ৎধ ঢ়বঃবৎভু, উৎ.কধঃধষরহ ঝুবহড়যৎধফংুশু, উৎ.ঊৎংবনবঃ ঊুবৎ, উৎ.অঃঃরষধ ঋবশবঃব, উৎ.চবঃবৎ াবহপড়ংড়, উৎ.উধহরবষ গধশংধ, গঝ.তংুঁংধহহধ কধৎংুধ-করৎর, গং.তংুঁংধহহধ পংধংুধৎ, উৎ.ঠধৎমধ ঞধসধং, গৎ.জরপযধৎফ ঋঁপযং, উৎ.ঢ়বঃবৎ ঝরঢ়ড়ং, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন ও সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শারতি মিল্লাত সিআইপি, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ, ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেলের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা.মো.সাইফুল ইসলাম, শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.আমিরুল ইসলাম হোসেন চৌধুরী, পরিচালক সাইফুল ফেরদৌস মো.খায়রুল আতাতুর্ক,প্রকল্প পরিচালক ডা.কৃষ্ণ কুমার পাল,সার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলাম, সিভিল সার্জনডা.রামপদ রায়,সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা.জাহিদুল ইসলাম হীরা,সিরাজগঞ্জ বিএম সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা.জহুরুলহক রাজা,সিরাজগঞ্জ স্বাচিপের সভাপতি ডা ওয়ালিউল ইসলামসহ অন্যন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ১০দিনব্যাপী আয়োজিত এ সেবা কার্যক্রম চলবে আগামী ১৭ মে পর্যন্ত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com