ভাওয়াল বীর, প্রখ্যাত শ্রমিক নেতা, সাবেক সংসদ সদস্য, শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম শাহাদাৎ বার্ষিকী ও শহীদ আহসান উল্লাহ মাস্টার উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মরহুম আলহাজ¦ আকরাম হোসেন সরকারের স্বরণে গতকাল মঙ্গলবার , গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল কুনিয়া শহীদ আহসান উল্লাহ মাস্টার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ মোঃ সাইফুল ইসলাম দুলালের সভাপতিত্বে এবং ৩৭নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ সাদ্দাম হোসেন তন্ময়ের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ মোঃ জাহিদ আহসান রাসেল এম.পি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এড. মোঃ আজমত উল্লাহ খান। মহানগর আওয়ামী লীগের ভার প্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডল, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। মেয়র প্রার্থী আব্দুল্লা আল মামুন মন্ডল, শহীদ আহসান উল্লাহ মাস্টার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার মিত্র, রাশেদুজ্জামান জুয়েল মন্ডল, গাজী আব্দুস সুবহান মেম্বার, সফিকুল ইসলাম সফিক,, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, ওয়ার্ড যুবলীগের আহবায়ক জহিরুল হক মামুন, যুবলীগ নেতা আকতার সরকার প্রমুখ। আলোচনা সভা দিন ব্যাপী কুরআন খতম, ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার ও শহীদ আহসান উল্লাহ মাস্টার উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আকরাম হোসেন সরকারের প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে স্মরণ সভা, দোয়া, মিলাদ মাহফিল ও গণ ভোজের আয়োজন করা হয়েছে।