সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

নড়াইলে বোরো ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

নড়াইল প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

চলতি বোরো মওসুমে জেলার সদর উপজেলায় কৃষকের আ্যপস’র মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান এবং চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা খাদ্য গুদামে ধান চাল চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, জেলা খাদ্য নিয়ন্ত্রক অনির্বাণ ভদ্র,সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মনিরুল ইসলাম। সরকারকারিভাবে প্রতি কেজি ধানের দাম ২৭ টাকা এবং চালের দাম প্রতি কেজি ৪০টাকা নির্ধারণ করা হয়েছে। কৃষকরা সরাসরি সরকার নির্ধারিত এ দামে সরকারি খাদ্য গুদামে ধান এবং খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ মিলাররা চাল বিক্রির সুযোগ পাবেন। নড়াইল জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, কৃষকের অ্যাপসের মাধ্যমে ও কৃষি বিভাগের করা কৃষক তালিকা থেকে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। সদর উপজেলায় এ মওসুমে ৫হাজার ২১৩ জন কৃষকের অ্যাপসের মাধ্যমে আবেদন করেছেন। ধান চাল সংগ্রহ অভিযান চলবে আগামি ৩১ আগষ্ট পর্যন্ত। জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে আরো জানা গেছে, এ বছর জেলায় মোট ১১হাজার ৫২৩ মেট্রিক টন ধান চাল সংগ্রহ করা হবে। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ৩ হাজার ৫৫ মেট্রিক টন ধান এবং ২ হাজার ৫০৯ মেট্রিক চাল, লোহাগড়া উপজেলায় ১ হাজার ৩৩৮ মেট্রিক টন ধান এবং ১ হাজার ৭৫২ মেট্রিক চাল, কালিয়া উপজেলায় ২ হাজার ৪০৩ মেট্রিক টন ধান এবং ৪৬৬ মেট্রিক চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক অনির্বাণ ভদ্র জানান, সরকার নির্ধারিত মূল্যে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এ বছর ধানের প্রতি কেজির মূল্য ২৭ টাকা এবং প্রতিমণ ধান ১০৮০ টাকা এবং চালের মূল্য প্রতি কেজি ৪০টাকা নির্ধারণ করা হয়েছে । নিয়মানুযায়ী ওই দামে সরকারি গুদামে কৃষক তার উৎপাদিত ধান এবং মিলাররা চাল বিক্রি করতে পারবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com