সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

কালীগঞ্জ এসিল্যান্ডের বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে দায়িত্ব পালন

হুমায়ুন কবির (কালীগঞ্জ) ঝিনাইদহ :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) হাবিবুল্লাহ হাবিব যোগদানের পর থেকে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে অত্যান্ত সুনামের সাথে পালন করে যাচ্ছেন। নিজ দপ্তরে কাজের পাশাপাশি নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করছেন উপজেলার বিভিন্ন অনিয়ম, অসঙ্গতি ও দুর্নীতি প্রতিরোধে। ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ায় থেমে নেই তার কাজ। উপজেলা প্রশাসনের দায়িত্বশীল পদে থাকা এই কর্মকর্তাকে গত বুধবার বারবাজার ইউনিয়নের জলকর মাজদিয়া গ্রামে বাল?্যবিবাহ বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করতে দেখা যায়। বৃষ্টিকে উপেক্ষা করে কর্দমাক্ত গ্রাম্য মেঠো পথ পাড়ি দিয়ে তিনি সেখানে যান। মোবাইলকোর্ট পরিচালনাকালীন সময়ে ঐ গ্রামের মোঃ মিজানুর রহমানের বাড়িতে তার ১৩ বছরের মেয়ের বিয়ের আয়োজন বন্ধ করে দেন। বাল্যবিবাহের কুফল সম্পর্কে তিনি ওই পরিবারকে অবহিত করেন। পরিবারটি আর্থিকভাবে অস্বচ্ছল। এ কারণে মেয়ের পিতাকে তিনি ১ হাজার টাকা অর্থদন্ড প্রদানপূর্বক মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না মর্মে মুচলেকাও গ্রহণ করেন। রাস্তায় কাঁদা-মাটি থাকায় ঘটনাস্থলে পৌছানোর আগে সংবাদ পেয়ে বর পক্ষ পালিয়ে যায়।মোবাইলকোর্ট পরিচালনার উদ্দেশ্যে তিনি ঐ গ্রামে গেলেও সেখানার বসবাসরত মানুষের জীবনযাপন সম্পর্কে খোঁজখবর নেন। কৃষকদের সাথে কথা বলেন। ধান কাটার এই সময়ে বৃষ্টিতে মাঠে ধানের অবস্থা তিনি নিজ চোখে দেখেন।দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও প্রশাসনের একজন কর্মকর্তা মাঠ পর্যায়ে এসে খোঁজখবর নেওয়াতে কৃষকরা বেশ খুশি হয়েছেন বলে জানা যায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com