শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
বগুড়া শেরপুরে আগুনে পুড়লো পঁচিশ বিঘা জমির ভুট্টা ইসলামাবাদে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন বীর মুক্তিযোদ্ধার নির্মাণাধীন দোকানে সন্ত্রাসী হামলা বাগেরহাট নানান আয়োজনে মে দিবস পালিত ভালুকা বিশেষায়িত পেঁয়াজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন বরিশালে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কুড়িগ্রামের উলিপুরে ভুট্টা মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা, দ্বিগুণ লাভের আশা নগরকান্দায় অগ্নিকান্ডে চারটি দোকান ঘর ভস্মীভূত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি হবে না-কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার গলাচিপায় পুষ্টি সমন্বয় কমিটির সভা ও জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

ইউনিয়নবাসীর সহযোগিতা পেলে শেখপুরাকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব

দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২

উন্মুক্ত বাজেট সমাবেশে শেখপুরা ইউপি চেয়ারম্যান

দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদে ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম। ৪নং শেখপুরা ইউপির সচিব মমতাজ উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ আমজাদ আলী, মোঃ শাহিনুর ইসলাম, মোঃ হারিস, মোঃ নুর আলম, শ্রী পরিমল চন্দ্র রায়, মোঃ আমজাদ হোসেন, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ বেলাল হোসেন, মোঃ তাই হোসেন এবং মহিলা সদস্যা মোছাঃ রশিদা পারভীন, ছায়া রানী রায় ও বিনা রানী রায়সহ পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর হাবিবা খাতুন। সভাপতির বক্তব্যে শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম বলেন, ইউনিয়নবাসীর সহযোগিতা পেলে শেখপুরা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। আমাদের বাজেট হবে গণমূখী এবং গণমানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন এবং উন্নয়নের চাবিকাঠি হিসেবে আমরা কাজ করে যাব। তিনি ২০২২-২০২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করতে গিয়ে বলেন, এবার ৪৬৯৭৭২৬ টাকার বাজেট ধরা হয়েছে। এর মধ্যে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ লক্ষ টাকা এবং অতিরিক্ত উন্নয়ন বাজেট ধরা হয়েছে ২০ লাখ ৮৮ হাজার ৫৩৭ টাকা। বাজেটে ইউপি সদস্য-সদস্যা, কর্মকর্তা-কর্মচারী, গ্রাম্য পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং সরাসরি বাজেট অধিবেশনে অংশগ্রহণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com