শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম ::
মাধবদীতে লোডশেডিং ও গরমে ব্যাপক চাহিদা বেড়েছে চার্জার ফ্যানের বৃষ্টি প্রার্থনায় অঝোরে কাঁদলেন বরিশালের মুসল্লিরা আদিতমারীতে গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা নওগাঁয় বোরো ধানের সোনালী শীষে দুলছে কৃষকের স্বপ্ন ছড়ার পানিই ভরসা পাহাড়ি জনগোষ্ঠীর চকরিয়ায় একাধিক অভিযানেও অপ্রতিরোধ্য বালুখেকো সিন্ডিকেট রবি মওসুমে নওগাঁ জেলায় ৮৮ হাজার ১১০ মেট্রিকটন ভূট্টা উৎপাদনের প্রত্যাশা কটিয়াদীতে প্রচন্ড তাপ প্রবাহ, বৃষ্টির জন্য সালাতুল ইসস্তিকা বরিশালে দাপদাহে স্বাস্থ্য সুরক্ষার্থে শেবাচিম হাসপাতালে জনসচেতনতামূলক প্রচারণা শুরু কালীগঞ্জে রাতের অন্ধকারে কৃষি জমির মাটি লুট

বাবা-মাকে খুঁজছে ছোট্ট রাব্বি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২

শিশুটির বয়স চার বছর। নাম বলছে রাব্বি। সে আর কিছু বলতে পারছে না। শুধু বাবা-মাকে খুঁজছে। কিছুতেই তার কান্না থামানো যাচ্ছে না। গত বুধবার রাজধানীর পল্টনের গুলিস্তানে শিশুটিকে কান্না করতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় ব্যক্তিরা। পরে শিশুটিকে উদ্ধার করে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠায় পুলিশ। শিশুটি এখন সেখানেই আছে। দুদিন পরও শিশুটির স্বজনদের খোঁজ পায়নি পুলিশ।
ভিকটিম সাপোর্ট সেন্টারের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহনাজ আক্তার শুক্রবার সন্ধ্যায় বলেন, শিশুটি শুধু কান্না করছে। তাকে নানাভাবে কাউন্সেলিং করা হচ্ছে। শিশুটি শুধু বায়না ধরছে বাবা-মায়ের কাছে যাবে। শিশুটির বাবা-মাকে খুঁজে পেতে সবার সহযোগিতা চান শাহনাজ আক্তার।
পুলিশ জানায়, শিশুটির গায়ের রং শ্যামবর্ণ। উচ্চতা ৩ ফুট ৩ ইঞ্চি। তার পরনে ছিল নীল ও সাদা রঙের স্টেপ গেঞ্জি এবং জিনসের প্যান্ট। এ ঘটনায় পল্টন মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৫৪৮, তারিখ ১১/০৫/২০২২) করা হয়েছে। শিশুর কোনো স্বজনের সন্ধান পেলে বা কোনো ঠিকানা জানা থাকলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com