বাগেরহাটের চিতলমারীতে সংবাদ লেখার ঞ্জানও অক্ষরহীন হীন টিটব বিশ্বাস নামের এক ভুঁয়া সাংবাদিকের প্রতারনার শিকারে পড়ে সর্ব শান্ত হয়ে গেছে এলাকার সহজ সরল অনেক পরিবার। তার প্রতারনার ফাঁদে পড়ে লক্ষলক্ষ টাকার ভূমি ও নগদ অর্থ হারিয়েছে তারা। চিতলমারী উপজেলা পরিষদ চত্তরে গত ৭ মার্চ (সোমবার) ব্যানারসহ ভুক্তভোগি পরিবার গুলো এবং এলাকবাসী মানববন্ধনও-বিক্ষোভ মিছিল করে। ওই বিক্ষোভ মিছিল, মানববন্ধন, মামলা এবং বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে অভিযোগের আলোকে জেলা সহ স্থানীয় সংবাদকর্মীরা সংবাদ প্রকাশ করে। এ সংবাদ প্রকাশ করায় চিতলমারী প্রেস ক্লাবের সাবেক সভাপতিও পাক্ষিক “চিতলমারীর অন্তরালে” পত্রিকা রেজি: নং-কেএন ৪৯৪ এর সম্পাদকও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সীর বিরুদ্ধে টিটব বিশ্বাস নামের এক অক্ষরহিন (ভুঁয়া সাংবাদিক) খুলনা বিভাগীয় সাইবার ট্রইব্যুনাল আদালতে ডিজিটাল আইনে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। মামলা নং-সি আর-১৭/২২, মামলাটি বাগেরহাট জেলা পিবিআই তদন্ত করছেন। সাংবাদিক একরামুল হক মুন্সী একাধারে ২৮ বছর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছেন। চিতলমারী উপজেলাসহ সারাদেশে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন। ১৯৯৮ সালে দৈনিক অনির্বাণ পত্রিকায় কাজের মাধ্যমে সাংবাদিকতায় হাতে খড়ি। এরপর দৈনিক আমার দেশ, দৈনিক আমাদের নতুন সময়, দৈনিক খবরপত্র, দৈনিক প্রকৃতির সংবাদ, দৈনিক আমার বার্তাসহ জাতীয় এবং আঞ্চলিক অনেক পত্র- পত্রিকায় দৃঢ়তার সাথে প্রতিনিধিত্ব করে আসছেন। পাক্ষিক চিতলমারীর অন্তরালে পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সাহিত্যের তরী “রাত পোহাতে কত দেরি’ উপন্যাসের প্রকাশক তিনি ।উপজেলা প্রেসক্লাব, চিতলমারী , বাগেরহাট এর সভাপতি, সহ-সভাপতিঃ বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ঢাকা, খুলনা বিভাগীয় রিপোটার্স ক্লাব খুলনা এর সক্রিয় সদস্য, পরিচালক খুলনা বিভাগঃ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন। ২০১১ সালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পি, আই, বি) কর্তৃক প্রশিক্ষণের সনদ প্রাপ্ত, ২০০২ সালে রূপান্তর ও বাগেরহাট প্রেস ক্লাব আয়োজিত সংবাদিকতায় প্রশিক্ষনে সনদ প্রাপ্ত এবং ম্যাচলাইন মিডিয়া কর্তৃক প্রশিক্ষণের সদন প্রাপ্ত । এছাড়াও জাতীয় পর্যায়ে বিভিন্ন সংস্থা থেকে সাংবাদিকতায় বিশেষ অবদান ও পত্রিকার সম্পাদক হিসেবে একাধিক সম্মাননা ও গুণীজন সম্মাননায় ভূষিত হয়েছেন এই বর্ষীয়ান। বাংলাদেশের প্রথম ২৪ ঘন্টার লাইফস্টাইল স্যাটেলাইট টেলিভিশন ইউটিভি’র চিতলমারী উপজেলা প্রতিনিধি হিসেবে এখন দায়িত্ব পালন করছেন এই মেধাবী ও অভিজ্ঞ সাংবাদকর্মী। সাংবাদিক একরামুল হক মুন্সী বিরুদ্ধে মিথ্যও হয়রানীমুলক মামলার তীব্র নিন্দাও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন গোটা সাংবাদিক সমাজ, টিটব বিশ্বাসের প্রতারনার শিকার পরিবার বর্গ এবং এলাকার সুশীল সমাজ।