সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

কেশবপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

কেশবপুর (যশোর) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৫ মে, ২০২২

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের এমপি ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের নির্দেশনায় এবং কেশবপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুলের সভাপতিত্ব ও পৌর ছাত্রলীগনেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু ও কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা রায়হান কবীর, শাহরিয়ার হাবিব, খান রকি, সাইফুল ইসলাম, স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ, বাদল দাস, মো. মাসুম প্রমুখ। সমাবেশে বক্তারা কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, গত রোববার এক সমাবেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে বিবেক বিবর্জিত একজন মানুষ বলাসহ বিভিন্ন মন্তব্য করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। তার ওই বক্তব্যের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com