আলফাডাঙ্গায় ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৩য় পর্যায়ে ৯৭টি পরিবারকে জমি ও ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে আলফাডাঙ্গায় কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক। ২৫ এপ্রিল সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে প্রেস ব্রিফিংয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক জানান, বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে তৃতীয় পর্যায়ে ৩৪ হাজার ৯শত ৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে দুই শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। সারাদেশের ন্যায় আলফাডাঙ্গা উপজেলাতেও আশ্রায়ণ-২ প্রকল্প হতে ৩য় পর্যায়ের এই ধাপে ৯৭টি পরিবারের নিকট ঈদ উপহার হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কবুলিয়ত, জমির খতিয়ান, গৃহ প্রদানের সনদসহ ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। ইউএনও বলেন, আলফাডাঙ্গা উপজেলাতে ইতোমধ্যে ১ম পর্যায়ে ৩৭০টি, ২য় পর্যায়ে ২৩০টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। ৩য় ধাপের ৯৭টি ঘর প্রদানের মধ্য দিয়ে এ উপজেলায় এ পর্যন্ত মোট ৬৯৭টি দুই শতাংশ জমিসহ গৃহ প্রদান করা সম্পন্ন হবে। এবারের ৯৭টি গৃহের মধ্যে উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম ৪১টি ও পাঁচুড়িয়া ইউনিয়নের যোগীবরাট গ্রামে ৫৬টি গৃহ নির্মাণ করা হয়েছে। তিনি আরও বলেন, ৯৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার যারা প্রধানমন্ত্রীর উপহার গ্রহণ করবেন তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সকল ধরণের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এ উপজেলায় অধিকাংশ ক্ষেত্রে ঘরগুলোর স্থানীয় গ্রোথ সেন্টারের নিকটবর্তী স্থানে স্থাপন করা হয়েছে। সেইসাথে প্রয়োজনীয় বিদ্যুৎ সুবিধা ও বিশুদ্ধ খাবার পানি উপজেলা প্রশাসনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।