পিরোজপুরের বাস মালিক সমিতির বিরুদ্ধে যাত্রীবাহী দূরপাল্লার পরিবহন বাস চলাচল বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ জানিয়ে মঠবাড়িয়া-ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন রুটে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলার দাবিতে মানববন্ধন করেছে বাস পরিবহনের কাউন্টার শ্রমিক ও স্থানীয় জনতা। আজ বৃহস্পতিবার সকালে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শতাধিক মানুষ নেয়। পরে মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার প্রবীণ আওয়ামীলীগ নেতা মজিবুল হক মজনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ নেতা ও বরিশাল এক্সপ্রেস পরিবহনের কাউন্টার পরিচালক ফজলুল হক মনি, রাজীব পরিবহনের কাউন্টার পরিচালক আব্দুল মালেক, শ্রমিকলীগ নেতা আবুল কালাম আজাদ, ঈগল পরিবহনের কাউন্টার ইনচার্জ ফুয়াদ আকন, হানিফ পরিবহনের মঠবাড়িয়া শাখার ম্যানেজার মাসুম বিল্লা প্রমুখ। বক্তারা অভিযোগ করেন সম্প্রতি মঠবাড়িয়া- ঢাকা পৃথক দুটি সড়ক দূর্ঘটনাকে কেন্দ্র করে পিরোজপুর বাস মালিক সমিতি এখতিয়ার বহির্ভুত ভাবে বাস চলাচল বন্ধ করে দেয়। গাড়ির ক্যাশ টোকেন, ফিটনেস, গাড়ির কাগজপত্র, চালকের ড্রাইভিং লাইন্সেস দেখার নাম করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয়। এতে করে প্রতিদিন মঠবাড়িয়া-বামনা-পাথরঘাটার সহস্্রাধিক যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে দূরপাল্লার বাস পুনরায় চলার দাবীতে উদ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবী করেন।