বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন

শাহরুখপুত্রের বিরুদ্ধে অসত্য অভিযোগ, শাস্তি পাচ্ছেন ওয়াংখেড়ে

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২

ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) চোখে নির্দোষ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আরিয়ানের বিরুদ্ধে কোন তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। চার্জশিট পেশ হতেই নড়েচড়ে বসল ভারত সরকার। এনসিবির প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
গত বছরের ২ অক্টোবরে মুম্বাইয়ের উপকূলে প্রমোদতরি কর্ডেলিয়ায় এনসিবির অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন সমীর নিজেই। সেখান থেকেই মাদকগ্রহণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল শাহরুখপুত্র আরিয়ান ও তার সঙ্গীদের। প্রায় এক মাস জেলে কাটিয়ে জামিনে ছাড়া পান আরিয়ান। তারপরেও নিয়মিত এনসিবি দপ্তরে জিজ্ঞাসাবাদে হাজিরা দিতে হত তাকে। তার পরেই শুক্রবার (২৭ মে) পেশ করা চার্জশিটে এনসিবি জানিয়েছে, আরিয়ান নির্দোষ। প্রাথমিক ভাবে এই মাদককা-ে জিজ্ঞাসাবাদসহ তদন্তের ভার ছিল এনসিবি মুম্বাই শাখার উপরে। তার নেতৃত্বে ছিলেন সমীর ওয়াংখেড়ে। পরে ওই তদন্ত নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকায় তদন্তভার চলে যায় দেশটির কেন্দ্র সরকার নিযুক্ত বিশেষ তদন্তকারী দলের (সিট) হাতে। ভুয়া তদন্ত, তদন্তে প্রভাব খাটানোসহ একাধিক অভিযোগে পদ থেকে সরতে হয়েছিল সমীরকে। এবার আরিয়ানকে চার্জশিটে নির্দোষ ঘোষণার পরে শাস্তির মুখে এসে দাঁড়ালেন ওই প্রাক্তন এনসিবি কর্তা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com