“বল বীর-চির উন্নত মম শির” শীর্ষক শব্দশর বাংলাদেশ এর আয়োজনে গত শুক্রবার রাতে দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনেজাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্ম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শব্দশর বাংলাদেশ এর সভাপতি বাবুল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও শব্দশর এর প্রধান উপদেষ্টা মনোরঞ্জন শীল গোপাল এমপি। স্বাগত বক্তব্য রাখেন শব্দশর এর সিনিয়র সহ-সভাপতি ও নজরুল জন্ম জয়ন্তী উদযাপন উপ-কমিটির আহবায়ক কবি বাসব রায়। সুচনা বক্তব্য রাখেন শব্দশর এর সাধারন সম্পাদক বিশিষ্ট কবি সাহিত্যিক মোঃ লাল মিঞা। আলোচ্যক হিসেবে আলোচনা করেন কবি ও গবেষক ও শব্দশরের উপদেষ্টা মোজাম্মেল বিশ্বাস, ড. মাসুদুল হক, মোঃ জলিল আহমেদ, হাবিপ্রবির শিক্ষক মোঃ রবিউল ইসলাম, মাহাবুবা আক্তার ও সৈয়দা রুখশানা জামান সানু। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা, চক্ষু বিশেষজ্ঞ, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী, নজরুল সঙ্গীতের উপর বিশেষ অবদান রাখার জন্য শব্দশরের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি শুধু একশ বছর নয় এক হাজার বছর পরেও আমাদের প্রজন্মরা শ্রদ্ধার সাথে পালন করবে। কাজী নজরুল ইসলাম শুধু কবি নন, তিনি ছিলেন বৃটিশ খেদাও আন্দোলনের একজন কলম সৈনিক। শেখ মুজিবুর রহমান কবি নজরুল ইসলামকে এনে জাতীয় কবি হিসেবে বাংলাদেশে স্বীকৃতি দিয়ে তার মূল্যায়ন করেছিলেন। নজরুলকে যদি আমরা স্মরণ করি-লালন করি তাহলে নজরুল আমাদের মাঝে বেঁচে থাকবে চিরকাল। আমরা চাই আমাদের প্রজন্ম সন্তানরা নজরুল চর্চা করুক, নজরুলকে হৃদয়ে ধারণ করুক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক ও গবেষক বিধান দত্ত। শেষে সাবিনা ইয়াসমিন ইতি ও নিরঞ্জন হিরার পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তিতে তরিকুল ইসলাম, মনোজ কান্তি রায়, বায়েজিত আহমেদ, রেজাউল হক, সৈয়দা রুখশানা জামান সানু, সুবর্ণা মুখার্জী, প্রশান্ত বসাক ও সুলতানা বেগম। সঙ্গীতে শিমুল রানী কর্মকার, পম্পি সরকার, রাবেয়া বসরী, রেখা সাহা, শাশ্বতী দেবনাথ খেয়া, নজরুল ইসলাম নাজু ও ডাঃ মোঃ শহিদুল ইসলাম খান। শব্দশর এর নজরুল জয়ন্তী অনুষ্ঠানে সবচেয়ে বড় আকর্ষণ ছিলো প্রধান অতিথি মনোরঞ্জন শীল গোপাল এমপি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা আবৃত্তি করে শ্রতা দর্শকদের তাক লাগিয়ে দেন।