বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ মানুষ কেন তাদের ওপর বিক্ষুব্ধ, গণমাধ্যমের তা স্পষ্ট করা উচিত : নাহিদ ইসলাম

বদরগঞ্জে একটি পরিবার দুই মাস ধরে অবরুদ্ধ

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২

রংপুরের বদরগঞ্জ পৌরসভায় একটি পরিবারকে দুই মাস ধরে অবরুদ্ধ করে রেখেছে আওয়ামী দলীয় দুর্বৃত্তরা। ভুক্তভোগী পরিবারের সদস্যরা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ করেও বন্দিদশা থেকে মুক্ত হতে না পেরে হতাশ হয়ে পড়েছেন। সেইসাথে তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে মানবেতর জীবন যাপন করলেও যেন দেখার কেউ নেই। অভিযোগ সুত্রে জানা যায়, বদরগঞ্জ পৌর শহরের বালুয়াভাটা প্রফেসরপাড়া মহল্লার বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ কুমার সাহা দীর্ঘ ৪০বছর ধরে তাদের পৈত্রিক সম্পত্তিতে পরিবার পরিজন নিয়ে বসবাস করাবস্থায় বাসা থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটি তারা ৪০বছর ধরে ব্যবহার করে আসছেন। সম্প্রতিকালে তার বড়ভাই রাজকুমার সাহা তার নামীয় সম্পত্তির ৬৫ শতাংশ জমির মধ্যে ৫৭শতক জমি পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র উত্তম কুমার সাহার কাছে বিক্রি করেন। অবশিষ্ট ৮শতাংশ জায়গা তাদের পরিবারের যাতায়াতের রাস্তা হিসেবে রেখে দেন। ওই ৮শতক জায়গাটি রাস্তা হিসেবে রয়েছে। তারপরেও আওয়ামীলীগ নেতা উত্তম কুমার সাহার ব্যবসায়ী প্রদীপ কুমারের পরিবারকে উচ্ছেদ করার পায়তারা করে গত শুক্রবার (৮এপ্রিল/২০২২ ইং) বাসা থেকে বের হওয়ার রাস্তাটি সন্ত্রাসী কায়দায় ইটের প্রাচীর দিয়ে বন্ধ করে দিয়েছেন। সেই সাথে বাসায় যাতায়াতের প্রধান দরজায় তালা ঝুলিয়ে দিয়ে ভুক্তভোগীর পরিবারকে অবরুদ্ধ করে রেখেছন। এদিকে প্রদীপ কুমার সাহা তার রাস্তা বন্ধের প্রতিবাদ করতে গেলে সাবেক মেয়র উত্তম কুমার সাহা তাকে সহ তার ছেলের হাত পা কেটে নেওয়ার হুমকী দেন। এ ব্যপারে প্রদীপ কুমার সাহা ন্যায় বিচারের আশায় বদরগঞ্জ থানা সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ করেও কোন ফল না পেয়ে চরম হতাশ হয়ে পড়েছেন। এ ব্যাপরে গতকাল শনিবার ভুক্তভোগী প্রদীপ কুমার সাংবাদিকদের সামনে অভিযোগ তুলে বলেন, আওয়ামীলীগ নেতা উত্তম কুমার সাহা তার বড় ভাই রাজকুমার সাহার জমি কিনে নেয়ার পর আমার জমিও তার কাছে বিক্রি করার জন্য তিনি দীর্ঘদিন ধরে আমাকে চাপ সৃষ্টি করে আসছেন। এ জন্য তিনি নানা ফন্দি আটছিল। আমি জমি বিক্রি করতে রাজী না হওয়ায় তিনি আমাকে বিভিন্নভাবে হুমকী ধামকী দেন। যার ফলে আমি বিজ্ঞ আদালতে জীবনের নিরাপত্তা চেয়ে ১০৭ ধারায় মামলা দায়ের করেছি। আমি তার কাছে জমি বিক্রি না করায় তিনি ক্ষুব্ধ হয়ে দুই মাস আগে আমার যাতায়াতের একমাত্র রাস্তা ইটের প্রাচীর দিয়ে বন্ধ করে দেন। এ সময় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, প্রদীপ কুমার দীর্ঘ ৪০বছর ধরে যে রাস্তা দিয়ে যাতায়াত করছেন আওয়ামীলীগ নেতা উত্তম কুমার সাহা দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে জোর তার রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। এটা ক্ষমতার চরম অপব্যবহার ছাড়া কিছু নয়। অন্যদিকে আওয়ামীলীগ নেতা ও সাবেক পৌরসভার মেয়র উত্তম কুমার সাহা সাংবাদিকদের বলেন, প্রদীপ কুমার সাহার বড় ভাই রাজ কুমার সাহা রাস্তাসহ সব জমি আমাদের কাছে বিক্রি করেছেন। সে দলিল আমাদের কাছে আছে। প্রয়োজনে আদালতে পেশ করা হবে। তার পরেও আপনারা যারা প্রদীপ কুমারের পক্ষে কথা বলছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি। আপনাদের যত লেখার আছে লেখেন এবং যা কিছু করার আছে আপনারা তাই করেন। আমি কখনোই তাদেরকে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে দেবনা। এপ্রসঙ্গে বদরগঞ্জ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল বলেন, বিষয়টি হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান থাকায় আমি সকল হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে আলাপ আলোচনা করে অচিরেই মিমাংসার চেষ্টা করছি। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আর পুলিশ কাউকে জমি উদ্ধার করে দিতে পারেনা। জমি উদ্ধার আদালতের ব্যপার। তবে আমরা সেখানকার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার যথা সাধ্য চেষ্টা করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com