রাইট টু গ্রো প্রকল্পের স্টেক হোল্ডার নেটওয়ার্কিং এবং পারস্পরিক সহযোগিতা উন্নয়ন কর্মশালা গতকাল বরগুনায় অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংগঠন এসিএফ’র কারিগরি ও আর্থিক সহযোগিতায়, জাগোনারীর আয়োজনে বরগুনা-১ আসনের সংসদ সদস্যের নিজস্ব বাস ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। জাগোনারীর সভাপতি হামিদা বেগমের সভাপতিত্বে কর্মশালয় শুভেচ্ছা বক্তব্য রাখেন, জাগোনারীর প্রধান নির্বাহী হোসনেআরা হাসি, এসিএফ’র আরটুজি প্রোগ্রাম ম্যানেজার (ওয়াশ) মো: রফিকুল ইসলাম প্রোগ্রামের বিস্তারিত আলোচনা করেন। এছাড়া সরকারি বেসরকারি এবং সামাজিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা কর্মশালয় সুপারিশ মূলক বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, শিশুদের অপুষ্টি দূরকরণে একটি কর্মপরিকল্পনা তৈরী করতে হবে। যে অনুযায়ী সকলের মধ্যে আন্ত:যোগাযোগ বাড়িয়ে শিশুদের পুষ্টি নিশ্চিত করার পরিকল্পনা করতে হবে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সকলে যার যার অবস্থান থেকে একযোগে কাজ করলে যেকোন সমস্যাই সমাধান করা সম্ভব। তিনি রাইট টু গ্রো প্রকল্পের সকল ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব সঠিক ভাবে পালনের নির্দেশনা দেন।