শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
ধনবাড়ীতে আধুনিক ব্যবস্থাপনা নিয়ে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী রৌমারীতে বড়াইবাড়ী সীমান্ত যুদ্ধ দিবস পালিত মাধবদীতে জ্যান্ত কই মাছ গলায় ঢুকে কৃষকের মৃত্যু বদলগাছীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী কালীগঞ্জে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা লতিফ মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন নড়াইলের কালিয়া উপজেলার শ্রীনগর গ্রামে ভ্যানচালককে পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন বরিশালে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন হাতিয়ায় দ্বীপ উন্নয়ন সংস্থার ক্যাম্পাসে বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত স্মৃতি কর্ণার ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলামের পক্ষে ছাত্রলীগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

এবার করোনায় আক্রান্ত ব্রাজিলের ১৬ ফুটবলার

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এবার ফুটবল অঙ্গনেও করোনার সংক্রমন দেখা দিয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে রাজধানী রিওডি জেনিরোতে অবস্থিত ব্রাজিলের প্রথম বিভাগের ক্লাব ভাস্কো দা গামার ১৬ ফুটবলার।

আন্তর্জাতিক গণমাধ্যম ফার্স্টপোস্ট জানিয়েছে, করোনাভাইরাসের কারণে দুই মাসের বেশি সময় ধরে ক্লাবটির ফুটবলাররা ঘরবন্দি হয়েছিলেন। সম্প্রতি খেলায় ফিরতে চাচ্ছিল ক্লাবটি। তাই নিয়ামুযায়ী, গত সপ্তাহে কোচসহ ২৫০ জনের করোনা পরীক্ষা করে ক্লাবটি। ওই নমুনা পরীক্ষায় ১৬ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে।

ভাস্কোর মেডিকেল ডিরেক্টর মার্কোস তেক্সেইরা এক ইউটিউব চ্যানেলে বলেন, পরীক্ষার পর আমরা ১৬ খেলোয়াড়ের পজিটিভ পেয়েছি। রিপোর্ট হাতে আসার পর পরই ওই ১৬ জনকে দল থেকে আলাদা রাখা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। তারা ভাইরাস থেকে মুক্ত নিশ্চিত না হওয়া পর্যন্ত বাকিদের সঙ্গে মিশতে দেয়া হবে না।

ফার্স্টপোস্ট জানিয়েছে, ইতিমধ্যে আক্রান্তদের মধ্যে তিনজন সুস্থ হয়েছেন। বাকিদের অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে।

প্রসঙ্গত আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ব্রাজিলে ৫ লাখ ৮৪ হাজার ৫৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩২ হাজার ৫৬৮ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৬৬ হাজার ১৩২ জন।

খপ/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com