রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম ::
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব ছয় মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ অন্তঃস্বত্তা গৃহবধূ স্বপ্না হিলির রেললাইনের ধারে খেজুর রস নামাতে ব্যস্ত গাছিরা মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন গাইবান্ধায় ছোটবোন ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন

সংবিধানে কোন জায়গায় লেখা আছে দেশে দিনের ভোট রাতে দেবে-কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ্যাড. জয়নুল আবেদীন

শামীম আহমেদ বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২

কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান এ্যড,জয়নুল আবেদীন বলেছেন, আল্লাহতালা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাচিয়ে রেখেছে শেখ হাসিনা পতন দেখার জন্য। ওরা ভেবেছিল খালেদা জিয়াকে জেলখানা ও হাসপাতালে সাধারন চিকিৎসার মাধ্যমে হত্যা করার পরিকল্পনা করেছিল কিন্ত এদেশের লাখো মানুষের দোয়ায় খালেদা জিয়া বেচে থাকায় শেখ হাসিনার সেই স্বপ্ন পুরন হয়নি।
তিনি আরো বলেন এই অবৈধ সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখার কারনেই খালেদা জিয়াকে আইনগত ভাবে মুক্ত করা যায় নি। দেশে খালেদা জিয়ার জন্য এক আইন ওনাদের জন্য আরেক আইন। হাজী সেলিমের সাজা ও জেল হওয়ার পরও কি করে বিদেশ গিয়েছিল তা দেশবাশি সকলের কাছে প্রশ্ন হয়ে উঠেছিল সেখানে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী বলেন সে নাকি আইন মেনে গিয়েছিল সেইটা কি আইন তা একমাত্র স্বরাষ্ট্র মন্ত্রী নিজে ছাড়া আর কেহ যানে না। এ্যাড. জয়নুল আবেদীন আরো বলেন, আপনারা যতই কমিশন গঠন করেন না কেন এই কমিশন আপনাকে রক্ষা করতে পারবে না। আমরা এই কমিশনের কোন আলোচনা হতে পারে না। আলোচনা একটাই আগামী জাতীয় নির্বাচন তত্ববধায়ক সরকারে অধিনে কিভাবে নির্বাচন হবে সেই কথা ছাড়া অন্য কোন কথা হতে পারে না। এসময় তিনি সরকারকে বলেন শুধু সংবিধানে কথা বলেন দেশের সংবিধানে কোন জায়গায় লেখা আছে দেশে দিনের ভোট রাতে দেবে। তিনি এদেশের মন্ত্রীদের বলেন দেখেন শ্রীলংকার জন সাধারন আজ সেদেশের মন্ত্রীদের পিঠায় আপনাদের পিঠানো লাগবে না নিজেদের অপকর্ম থেকে রক্ষা পেতে নিজেরাই নদীতে ঝাপিয়ে পড়বেন সময়ের জন্য অপেক্ষা করেন। এসময় তিনি দলীয় নেতাকর্মীদেরকে বলেন আজকের পর থেকে বরিশালের বিএনপি দলের মধ্যে কোনধরনের ক্ষোভ থাকবে না। ক্ষোভ থাকবে একটাই এই অবৈধ নিশিরাতের সরকারকে হঠানোর ক্ষোভ। মঙ্গলবার (৩১ই) নগরীর ডিসি ঘাট সংলগ্ম রিভার ভিউ কমিউনিটি সেন্টার মিলনায়তনে বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক কমিটির এক পরিচিতি সভার প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন। বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুলের সঞ্চলনায় পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি এ্যাড, বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় বিএনপি সদস্য ও সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপি আহবায়ক এ্যাড, মজিবর রহমান নান্টু, মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, মহানগর সদস্য সচিব এ্যাড মীর জাহিদুল কবির জাহিদ, জেলা সদস্য সচিব এ্যাড আকতার হোসেন মেবুল। এর পূর্বে আহবায়ক কমিটির সকল সদস্যদের হাতে সকল সদস্য সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ। পরিচিতি সভায় বরিশালের আগৈলঝাড়া, গৌরনদী, মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জ ৫ উপজেলার ৬৩ জন সকল সদস্য অংশ গ্রহন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com