সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন

নানা আয়োজনে ভান্ডারিয়ায় মানিক মিয়ার মৃত্যু বার্ষিকী পালিত

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

পিরোজপুরের ভান্ডারিয়ায় নানা আয়োজনে কালজয়ী সাংবাদিক এবং দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৩ তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা সদরের রিজার্ভ পুকুর পারে জেপির উপজেলা দলীয় কার্যালয় সম্মূখে তফাজ্জল হোসেন মানিক মিয়ার মূর‌্যালে উপজেলা জাতীয় পার্টি-জেপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে পর্যায়ক্রমে জাতীয় পার্টি-জেপি ও তার অঙ্গসংগঠন, বেসরকারি সামাজিক উন্নয়ন সংগঠন আনোয়ার হোসেন মঞ্জু গ্যালারি, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টাণ ঐক্যপরিষদ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। বুধবার রাতে জাতীয় পার্টি-জেপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে ভা-ারিয়া পৌর শেখ কামাল অডিটরিয়ামে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জাতীয় পার্টি-জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবে উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর। এছাড়াও বক্তব্য রাখেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আমান উল্লাহ আমান, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু জাফর, আতরখালী মানিক মিয়া কলেজের অধ্যক্ষ দেলোয়ারা জেসমিন, ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাহমুদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জাতীয় পার্টি-জেপির উপজেলা সদস্য সচিব এবং ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, ওয়ার্কার্স পার্টির পিরোজপুর জেলা সভাপতি খান মো. রুস্তুম আলী, ওসি তদন্ত মো. মেহেদী হাসান, জেপি নেতা ইউসুফ আলী আকন, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, যুবলীগের সাধারণ সম্পাদ এহসাম হাওলাদার প্রমুখ। পৃথক এ সকল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম, জাতীয় পার্টি-জেপির উপজেলা সদস্য সচিব এবং ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, সরকারি, বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিকদলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, পৌর কাউন্সিলরগণ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দোয়ায় শরিক হন। দোয়া মোনাজাত পরিচালনা করেন ভা-ারিয়া শাহাবুদ্দিন সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ফারুক হোসাইন। বাদ আছর তফাজ্জল হোসেন মানিক মিয়ার গ্রামের বাড়ি পূর্ব-ভা-ারিয়া মিয়া বাড়ি জামে মসজিদ কমপ্লেক্সে প্রতিবছরের ন্যায় এবছরও তার ভ্রাতুষপুত্রগণের উদ্যোগে আলোচনা সভায় পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুজাফর, জাতীয় পার্টি-জেপির উপজেলা সদস্য সচিব এবং ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু,উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মশিউর রহমান মৃধা, প্রভাষক আব্দুল হালিম হাওলাদার ,জেপি নেতা মো. জামাল উদ্দিন লিটন, প্রমুখ। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলান আবুল কাসেম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com