ঈশ্বরই একমাত্র সদগুরু আমার চরন ধরিসনা, আচরন ধর, শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারীর ১ শত ৩২ তম তিরোধান ¯œরনোৎসব উপলক্ষে গলাচিপা লোকনাথ মানব সেবা সংঘ এর আয়োজনে নান ধর্মীয় কর্মসূচীর মাধ্যে গত শুক্রবার থেকে মঙ্গলারতীর মাধ্যমে ঠাকুর জাগরন, বাল্যভোগ, পজা অর্চনা অঞ্জলী প্রদান, রাজভোগ প্রসাত বিতরন,সন্ধাআরতী ও লোকনাথ মন্দিরে পাঠাগার উদ্ধোধন শেষে কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গনে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী লোককবনাথ মন্দির পাঠাগার এর শুভ উদ্ধোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। উদ্ধোধন শেষে “শ্রীমতি কৃষ্ণা পাল এর পরিচালনায় লীলা কীর্তন শ্রবনের জন্য সনাতন ধর্ম ভক্ত বৃন্দ দের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গন লীলা কীর্তন গুনমুগ্ধ হয়। গলাচিপা লোকনাথ মানব সেবা সংঘ প্রতিবছর ধর্মী এবং সামাজিক ভাবে মানব কল্যানে কাজ করে যাচ্ছে বলে মানব সেবা সংঙ্গের পরিচালক পরান বনিক ও হরি বাবু প্রেস ক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটনকে সাক্ষাত কালে জানান।