চট্টগ্রাম সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল দুপুর ২টায় তিনি অগ্নিকান্ডস্থলে পৌঁছালে উপস্থিত সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘটনার বিস্তারিত বিবরণ দেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিক কোন মন্তব্য করেননি। ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ আহতদের দেখতে যান। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ, শিক্ষা প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নোফেল এমপি, সীতাকুন্ড-৪ আসনের এমপি আলহাজ্ব দিদারুল আলম, সীতাকুন্ড উপজেলা নিবার্হী অফিসার শাহাদাত হোসেন, সীতাকুণ্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি এসময় বলেন, অগ্নিকান্ড ও বিস্ফোরণে আহতদের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন সরকার। যেখানে যত অর্থ লাগবে, বাহির থেকে যে ঔষধ ক্রয় করতে হচ্ছে সেটাও ডিসি মহোদয় দিচ্ছেন। সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। ১ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। পরিদর্শন শেষে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, তদন্ত কমিটি করা হয়েছে। প্রতিবেদন আসার আগে কিছু বলা যাবে না। তবে এধরণের ঘটনায় আমাদের বড় ক্ষতি হয়েছে। বিশেষ করে এটি আমাদের দেশের ভাবমুর্তির উপর ধাক্কা। আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে যে বাণিজ্য করি তা অনেক প্রশ্নবিদ্ধ করেছে। কাজেই আমরা এ ব্যাপারে জিরো টলারেন্স। তদন্ত করে যে তথ্য বেরিয়ে আসবে তার প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহন করবো।