রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৫৪ পূর্বাহ্ন

কমলগঞ্জে বাজার উন্নয়ন কাজে ধীরগতি-ভোগান্তি চরমে

আব্দুল বাছিত খান কমলগঞ্জ :
  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২

মৌলভীবাজারের কমলগঞ্জের শহীদ নগর বাজার তিন উপজেলার সীমান্তবর্তী মানুষের জীবিকা নির্বাহের কর্মক্ষেত্র।ঘূর্ণিঝড় আম্পান প্রকল্পের কাজে ধীরগতির কারণে বাজারের প্রায় ৫০০ ব্যবসায়ী, বাজারের ভিতরে বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার ২ হাজার শিক্ষার্থীসহ এলাকার প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাজার উন্নয়ন কাজ দ্রুত সময়ে সম্পূর্ণ করে জন দুর্ভোগ নিরসনে বাজারের ভুক্তভোগীরা সংশ্লিষ্ট অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে, উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার উন্নয়ন কাজের জন্য ৭১৫ মিটার ড্রেন, আর সি সি ডালাই ও আদমপুর ইউনিয়নের একটি সড়কের কাজের জন্য ২ কুটি ৭০ লাখ টাকায় কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্ধারিত সময়ের ড্রেনের কাজ শুরু করলেও কাজ ধীরগতিতে হচ্ছে। কাজ শুরু করার প্রায় দুই মাস অতিবাহিত হলেও এখনো ড্রেনের অর্ধেক কাজ সম্পন্ন হয়নি। ড্রেনের মাটি খননের ফলে, সৃষ্ট গর্তে বৃষ্টির পানি জমা হয়েছে। এছাড়া খনন কাজের মাটি রাস্তার পাশে স্তু করে রাখার ফলে বৃষ্টিতে কাঁদা সৃষ্টি হয়ে প্রতিনিয়ত ছোটছোট দূর্ঘটনা ঘটছে। সরেজমিনে শহীদনগর বাজার ঘুরে দেখা যায়, বাজারের নব্বই শতাংশ জায়গা খানাখন্দের ভরপুর, রাস্তার মধ্যে সৃষ্ট গর্তে বৃষ্টির পানি জমে আছে, একই সাথে রাস্তার পাশে ময়লা ও কাঁদা জমে থাকার কারনে হাঁটাচলার অনুপযোগী হয়ে পড়েছে। চরম দূর্ভোগের মধ্যেও ময়লা ও কাদামাটির ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে বাজারে আগত লোকজন, ব্যবসায়ী ও স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে। এছাড়া বাজার উন্নয়ন কাজের ধীরগতির কারণে বাড়তি দূর্বোভ পোহাতে হচ্ছে। বাজারের স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান যেভাবে বাজারের কাজ করছে এভাবে চলতে থাকলে আরও দুই থেকে তিন বছর লাগবে কাজ শেষ হতে। দ্রুত সময়ের মধ্যে বাজারের ড্রেনের কাজ সম্পন্ন করে আরসিসি ঢালাই এর কাজ শুরু করা হোক। তাঁরা আরও জানান, অতি নিম্ন মানের কাজ করার অভিযোগ পাওয়া গেছে। স্কুল শিক্ষার্থী আফরোজ বেগম, তিশা বেগম ও ফাহাদ আহমদ বলেন, একটু বৃষ্টি হলেই বাজারের মধ্যে হাঁটা চলা করা যায়না। বাজারের কাঁদা আর ময়লা পানিতে প্রতিদিন কাপড় নষ্ট হয়। আমাদের অনেক সহপাঠী রাস্তায় পড়ে বেতা পেয়েছে। দ্রুত সময়ে বাজারের ভিতরে অংশ কাজ করার জন্য দাবি জানায় তাঁরা। বাজার করতে আসা শিক্ষক ফেরদৌস খান বলেন, এই বাজারে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে তিন উপজেলার কয়েক হাজার মানুষ আসেন। কিন্তু বাজারের রাস্তার বেহাল অবস্থা। সারা বাজার গর্ত ও কাঁদায় পরিপূর্ণ। গত দুইমাস ধরে বাজারের ড্রেনের কাজ খুব ধীরগতিতে চলছে। শুধু বাজারের আগত মানুষ ও ব্যবসায়ী নয় স্কুল শিক্ষার্থীদেরও দূর্ভোগে পড়তে হচ্ছে। ধীরগতির বিষয়ে বাজার উন্নয়ন কাজের ঠিকাদার ওয়াহিদ মিয়া বলেন, আমাদের কাজের সময়সীমা ২০২৩ সাল পর্যন্ত আছে। আমরা চাচ্ছিলাম বৃষ্টির মৌসুম পরে বাজারে কাজ করানোর জন্য। কিন্তু স্থানীয় নেতৃবৃন্দের অনুরোধে বৃষ্টির মাঝে কাজ করতে হচ্ছে। অতিরিক্ত বৃষ্টি থাকায় কাজ করাতে একটু সমস্যা হচ্ছে। কমলগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী রাকিব আহমদ বলেন, আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলেছি দ্রুত সময়ে বাজারের ড্রেনের কাজ সম্পন্ন করে আরসিসি ঢালাই কাজ করার জন্য।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com