মা ও শিশুর জীবন বাঁচাতে, স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুন) সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয় ও ইউনিসেফ বাংলাদেশের আয়োজনে কাশীপুর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক কৃষিবিদ মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার,খন্দকার আনোয়ার হোসেন,বিশেষ অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা বিভাগের বরিশাল বিভাগীয় পরিচালক মোঃ আব্দুস সালাম,ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ পাঠাগার সম্প্রসারন ও শক্তিশালী করন প্রকল্পের পরিচালক মোস্তফা মনসুর আলম খান,বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ সোহেল মারুফ, বরিশাল সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান,বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)মোঃ শাহজাহান হোসেন। সভায় বক্তারা বলেন, নিরাপদ মাতৃত্ব হচ্ছে এমন একটি পরিবেশ বা অবস্থা সৃষ্টি করা যাতে একজন নারী তাঁর নিজ সিদ্ধান্তে গর্ভবর্তী হওয়ার পর গর্ভ ও প্রসব সংক্রান্ত জটিলতা ও মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় সকল সেবা নিশ্চিত ভাবে পেতে পারেন।বাংলাদেশে প্রতি বছর প্রায় ৪৭২০ জন মা এবং প্রতিদিনি প্রায় ১২-১৩ জন মা মৃত্যুবরণ করে কোনো দেশের স্বাস্থ্যসেবার মান এবং আর্থ-সামাজিক অবস্থার প্রতিফলন ঘটে ওই দেশে মাতৃমৃত্যু এবং শিশুমৃত্যুর হারের উপর।গর্ভধারণ এবং প্রসবজনিত জটিলতায় প্রতি বছর পৃথিবীতে প্রায় ৩ লক্ষ ৩০ হাজার নারীর মৃত্যু হয় এবং ২৬ লক্ষ মৃতজন্মসহ ৩০ লক্ষ নবজাতক অকাল মৃত্যুবরণ করে এছাড়াও বিশ্বব্যপী প্রতিদিন ৮০০ জন মা মৃত্যুবরণ করে। এ সময় বক্তারা আরো বলেন, মাতৃস্বাস্থ্যের গুরুত্ব অনুধাবন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭সাল থেকে ২৮শে মে “নিরাপদ মাতৃত্ব দিবস” পালনের ঘোষণা প্রদান করেন। জরুরী প্রসূতি সেবা, নিরাপদ প্রসব, পুষ্টি ও স্বাস্থ্য সেবার গুনগতমান বৃদ্ধি ও নীতি নির্ধারকসহ সমাজের সকল স্তরের সচেতনতা, অংশগ্রহণ ও দায়বদ্ধতা বৃদ্ধি নিশ্চিত করাই এই দিবসের মূল উদ্দেশ্য।