সময়ের শেষ মুর্হুতে ঘোড়া প্রতীকের পথসভায় আমজনতার ঢল নেমেছে। কক্সবাজার জেলা দু’টি স্থানীয় নির্বাচনে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নটি রয়েছে। কালারমারছড়ায় চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা লড়ছেন এতদাঞ্চলের সাহসী কলম সৈনিক সাংবাদিক হোবাইব। তিনি পূর্বের ঐতিহ্য ফিরে পেতে সহাবস্থান ও উন্নয়নের আশ্বাস দেন সাংবাদিক হোবাইব। নির্বাচনী এলাকায় ভোটার মাঠে নারী-পুরুষ থেকে শুরু করে ছোট-বড় সকলের মুখে ঘোড়া আর ঘোড়া। মহেশখালী উপজেলার কালারমারছড়ায় আমাদের গোষ্ঠীসহ যারা অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের মিথ্যা মামলায় শিকার হতে হয়। কালারমারছড়া ও গোরকঘাটায় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে জলদস্যুদের আত্মসমর্পন করেও কালারমারছড়ায় একটি অদৃশ্য শক্তির ইশরায় সহাবস্থান সৃষ্টি হয়নি। আগামীতে নিরীহ ও মজলুম মানুষের পক্ষে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলেই সকলকেই নিয়ে সহবস্থান সৃষ্টি করা হবে এমনই বক্তব্য দেন কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মোহাম্মদ হোবাইব। কালারমারছড়ার ইউনুছখালী, উত্তর নলবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর নলবিলা (বড়ুয়া পাড়া) বাজার ও চালিয়াতলীতে পথসভায় বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। ৮ জুন বুধবার বিকাল ৫ টায় অত্র ইউনিয়নের মারাক্কাঘোনায় গনসংযোগে করে ইউনুছখালী পথসভায় যোগ দিতে সাধারণ ভোটারের ঢল নেমেছে। মারাক্কাঘোনা, ইউনুছখালী, উত্তর নলবিলার চালিয়াতলী বিভিন্ন পাড়া থেকে সাধারণ ভোটারেরা মিছিলসহ কারে পথসভায় যোগ দেন। পথসভায় বিভিন্ন বক্তারা দীর্ঘ ১০ বছর ধরে কালারমারছড়ার বর্তমান চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ ও তার লোলজনের নির্যাতন, নিপীড়ন ও দুর্নীতির বিভিন্ন বিষয় তুলে ধরে উপরোক্ত কথা বলেন। তাঁরা আরো বলেন কালারমারছড়ার শান্তি শৃঙ্খলা বজায় রেখে সকলের সহাবস্থান সৃষ্টির লক্ষ্যে সাংবাদিক মোহাম্মদ হোবাইবের ঘোড়া মার্কা প্রতীকের ভোট প্রার্থনা করেছেন। সাংবাদিক কাইছার হামিদ এর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি ও মেহেদী পত্রিকার সম্পাদক (ভারপ্রাপ্ত) কালারমারছড়ার বাসিন্দা স.ম ইকবাল বাহার চৌধুরী, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব দেলোয়ার হোসেন সাঈদী, নুরুল কদিরসহ প্রমুখ। আগামী ১৫ জুন কালারমারছড়া ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য অনুষ্ঠিত হবে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।