বান্দরবানের লামা তথ্য অফিসের আয়োজনে নারী ও শিশু উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের আওতায়, সাম্প্রদায়িকতা, গুজব, অপপ্রচার করোনা ভাইরাস সংক্রমন রোধ, প্রতিহিংসার রাজনীতি, করোনা টিকা গ্রহন, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, জন্মনিবন্ধন, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক প্রতিরোধ বিষয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন বুধবার সকাল ১০টার দিকে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে লামা তথ্য অফিস গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এই ওরিয়েন্টেশন কর্মশালা সম্পন্ন হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করে শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক সার্বিক আলোচনা এবং জন্ম নিবন্ধন, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন এবং বাল্য বিবাহ, ইভটিজিং, গুজব ও মাদক প্রতিরোধ বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ। তিনি বলেন, শিশু ও নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন ও নারীর প্রতি মানুষের আচার – আচরণের ইতিবাচক পরিবর্তনের জন্য লামা তথ্য অফিস নিয়মিত কাজ করে যাচ্ছে। শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন লামা উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান, মিল্কি রাণী দাশ। পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক রেজাউল হক, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এম ইমতিয়াজ, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক এম তমিজ উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন ও এম বশিরুল আলম, ইউনিয়ন পরিষদের সদস্য, সাংবাদিক, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড এর স্কুল শিক্ষিকা, এনজিও প্রতিনিধি এবং নারী উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মোট ৪০ জন প্রতিনিধি এই ওরিয়েন্টেশন কর্মশালায় অংশগ্রহণ করেন।