রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
জামালপুর জেলার তিন হাজার প্রান্তিক পরিবারকে উন্নত আর্থ-সামাজিক অবস্থাকে উপভোগ্য করে তোলার লক্ষ্যে ইসলামপুরে সিডস কর্মসূচির অবহিতকরণ সভা কে হচ্ছেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান কেশবপুরে সংবাদ সম্মেলন চিলাহাটি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক মেয়াদের কমিটি গঠন বদলগাছীতে কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ উলিপুরে ইউড্রেনের দুই পাশের সংযোগ সড়ক হওয়ায় এলাকাবাসী আনন্দিত কালীগঞ্জে সরকারি স্থান থেকে ফুলের হাট স্থানান্তর: বিপাকে প্রতিবন্ধী ইজারাদার পিআইবি,র প্রশিক্ষণ গ্রহণ করলো নগরকান্দা ও সালথার সাংবাদিক বৃন্দ গজারিয়া স্বপ্নপূরণে ছেলেকে হেলিকপ্টারে বিয়ে করালেন স্কুলশিক্ষক বাবা বরিশালে প্রচন্ড তাপদাহে বাড়ছে তালপাখার চাহিদা

ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষিকাদেরও লাঞ্ছিত করে তারা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৫ জুন, ২০২২

রাজধানীর কাওরান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাব 

চাঞ্চল্যকর ও আলোচিত কিশোরগঞ্জের করিমগঞ্জে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশ করে ছাত্রী উত্ত্যক্ত করা এবং এর প্রতিবাদ করায় ৪ শিক্ষিকাকে লাঞ্ছিত করার ঘটনায় মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময় ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে উত্যক্তসহ এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়াত। কোনো ছাত্রী প্রতিবাদ করতে চাইলে গ্রেপ্তারকৃতরা তাদের এসিড নিক্ষেপের হুমকিও প্রদান করতো। মঙ্গলবার রাতে র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল কিশোরগঞ্জ ও রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত সৌরভ মিয়া ওরফে বাবু (১৭), সোহান ওরফে হিরা (১৭), সীমান্ত (১৭), উক্ত ঘটনার প্রধান আসামী ও মূলহোতা আল আমিন ওরফে সোহেল ওরফে ভিআইপি রানা ওরফে প্রিন্স রানাকে (২২) গ্রেপ্তার করে। গতকাল বুধবার দুপুরে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন রাজধানীর কাওরান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
র‌্যাব জানায়, গত ১২ জুন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ে প্রাক নির্বাচনী ও দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলাকালীন সময় বহিরাগত কিছু বখাটে ছেলে বিদ্যালয়ের ২য় তলায় উঠে ছবি তোলার চেষ্টা করে। এসময় স্কুলের কয়েকজন শিক্ষিকা বখাটে ছেলেদের স্কুল থেকে চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা তাদের দেখে নেয়ার হুমকি দেয়।
একই দিন বিকেলে স্কুল শেষে কয়েকজন শিক্ষিকা অটোরিকশা যোগে স্কুল হতে বাড়ি ফেরার পথে করিমগঞ্জ থানাধীন তালিয়াপাড়া এলাকায় বখাটেরা তাদের অটোরিক্সার গতিরোধ করে। এসময় তারা শিক্ষিকাদের শারীরিকভাবে লাঞ্ছিত, শ্লীলতাহানী ও অকথ্য ভাষায় গালি গালাজ করে। উক্ত ঘটনায় বখাটে ছেলেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা বন্ধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
র‌্যাব কর্মকর্তা খন্দকার মঈন বলেন, এই বিষয়ে ঐ স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বর্ণিত বিষয়টি সামাজিক যোগযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। র‌্যাব উক্ত বখাটেদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার রানা এলাকায় উঠতি বয়সী কিশোরদের নিয়ে একটি সংঘবদ্ধ চক্র গড়ে তোলে এবং নেতৃত্ব প্রদান করে। সে তার এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের বেশকিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলো। তিনি বলেন, এই চক্রের অন্য সদস্যরাও বিভিন্ন সময় ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে উত্যক্ত করত এবং এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়াত। সে বিবাহিত হওয়া সত্তেও দীর্ঘদিন ধরে স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করতো। এক্ষেত্রে কোনো ছাত্রী প্রতিবাদ করতে চাইলে সে তাদের এসিড নিক্ষেপের হুমকিও প্রদান করতো। স্থানীয় কেউ প্রতিবাদ করলে গ্রেপ্তার সোহেলের নেতৃত্বে উক্ত চক্রের সদস্যরা তাদেরকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন এবং রাস্তাঘাটে হেনস্থা করতো। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়া এবং শিক্ষার্থীরা বিচারের দাবীতে মানববন্ধন করলে জড়িতরা আইন-শৃঙ্খলা বাহিনী হাতে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়। প্রথমে তারা করিমগঞ্জের বিভিন্ন স্থানে আত্মগোপন করে। পরবর্তীতে গ্রেপ্তার সোহেল রাজধানীর গুলিস্তানে এক নিকটাত্মীয়ের বাসায় আত্মগোপন করে বলেও জানান র‌্যাব মুখপাত্র খন্দকার মঈন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com