গাইবান্ধায় ব্রম্মপুত্র ও ঘাঘট নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে সদর উপজেলার চরাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী মানুষের সহযোগিতায় পাশে দাঁড়িয়েছে গাইবান্ধার জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। গতকাল কামারজানী ইউনিয়নের কুন্দেরপাড়া চরাঞ্চলে বানভাসি মানুষের সরেজমিনে খোঁজ খবর ও চাল ডালসহ শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শরীফুল আলম ও সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আনিছুর রহমান, কামারজানী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান। শুকনো খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানি ব্যবস্থা করার দাবী বানভাসি মানুষের।