চরফ্যাশন প্রাক্তন প্রধান শিক্ষক মজির উদ্দিনের একমাত্র ছেলে চরফ্যাশন সরকারি কলেজ অনার্স পড়–য়া ছাত্র ও কলেজ ছাত্রলীগের যুগ্ন সাধারণ সস্পাদক মোঃ আল আফসার তামিম(২৪)এর লাশ পাওয়া গেছে। গত (২৭জুন/২২ইং)সোমবার বেলা ৩টায় পদ্মা দক্ষিন জোন জাজিরা থানা পুলিশ পদ্মার চিডার চর এলাকা মৃত লাশ বাসতে দেখে উদ্ধার করেছে বলে জাজিরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুুব রহমান এই প্রতিনিধিকে জানিয়েছে। পরে তামিমের পরিবারের লোকজন তাকে(তামিমকে)সনাক্ত করে চরফ্যাশন আনার প্রক্রিয়া করেছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। তবে তামিমের লাশের সন্ধান পাওয়ার খরব পেয়ে বাবা, মা, একমাত্র বোন বার বার মুর্ছা যাচ্ছে এবং অজ্ঞান হয়ে পড়েছে। জানা গেছে. গত শনিবার(২৫জুন)২২ইং তারিখে পদ্মা সেতুর উদ্বোধনী জনসভা শেষে কাঠালবাড়ী ঘাট থেকে মাওয়া প্রান্তে নদীপথে ট্রলারে যাওয়ার সময় মাঝ নদীতে ট্রলার ডুবে নিখোঁজ হন মেধাবী ছাত্র তামিম এবং ওই ট্রলারে থাকা আরো ২০/২৫যাত্রী উথাল নদীতে ভাসতে থাকে। তারা প্রায় সব যাত্রীই চরফ্যাশনের ছিলেন। এমন সময় এম,ভি তূর্যতে চড়ে পদ্মা পাড়ি দিচ্ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করিব বিন আনোয়ার।তিনি তাৎক্ষনিক সাহসিকতার সাথে যুকি নিয়ে নদীতে বাসতে থাকা যাত্রীদেরকে উদ্ধার করে পাশাপাশি স্থানীয় নৌ পুলিশও বাকি যাত্রীদেরকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেলার শ্রী নগর ষোলঘল সরকারি হাসপাতালে ভর্তি করায়। তৎক্ষনে কলেজ ছাত্রলীগ নেতা নিখোঁজ রয়েছে। এদিকে স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর পক্ষ থেকে দলীয় নেতৃবৃন্দ তামিমের পরিবারের সাথে সবসময় সকল ধরনের যোগাযোগ অব্যাহত রেখেছেন এবং তামিমের লাশের সংবাদ পেয়ে গভীর শোক প্রকাশ করে পরিবারে প্রতি সমবেদনা জানান। এছাড়াও চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র নিখোঁজ তামিমের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ খবর নেন এবং শান্তনা দেন।তবে তামিমের লাশের সন্ধান পাওয়ার খরব পেয়ে বাবা, মা, একমাত্র বোন বার বার মুর্ছা যাচ্ছে এবং অজ্ঞান হয়ে পড়েছে। অদ্য ২৮/০৬/২০২২ তারিখ নিহত তামিমের জায়নামাজায় হাজার হাজার মুসল্লীগন জায়নামায় অংশ গ্রহন করে। অপরদিকে ডুবে যাওয়া যাত্রী চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সোহাগ, পৌর যুবলীগ নেতা মামুন ৩দিন ঢাকা চিকিৎসা শেষে চরফ্যাশনের বাড়িতে ফিরছেন। তবে তাদের মধ্যে মামুন এখন গুরুত্বর অসুস্থ্য। তাদের বাড়িতে কান্নাকাটি রোল পড়েছে। মামুন ও সোহাগ বলেন, বাচাও বাচাও বলে চিৎকার করে প্রায় পৌনে ১ঘন্টা পানিতে হাবুডুবু খাচ্ছি। আর ১০মিনিট পড়ে আমাদেরকে উদ্ধার না করলে আমাদের অনেকের লাশ পেত।