বরিশাল মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও সাবেক বিসিসি কাউন্সিলর গিয়াস উদ্দিন বাবুল মোল্লাকে বরিশাল নগরীর দালাল নির্ভরশীল তথাকথিত গেইন নামের ডায়েগনষ্টিক মালিক এস.এম রফিক সহ তার ছোট ভাই ও দালাল কর্মচারিরা পিটিয়ে হাত, কোমড় ভেঙ্গে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করে একটি অটো গাড়ির সামনে ফেলে দূর্ঘটনা নাটক করার প্রতিবাদে এবং অভিলম্বে তথাকথিত অবৈধ ডায়েগনষ্টিকের মালিক সহ দোষিদের গ্রেফতারের দাবীতে বাবুল মোল্লার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ও জেলা বিএনপি সহ দলীয় অঙ্গ সংগঠনের নেকর্মীরা। বৃহস্পতিবার বেলা আড়াইটা নগরীর প্রাণকেন্দ্র সদররোডে বাবুল মোল্লার যানাজা নামাজ শেষে লাশ নিয়ে বিক্ষোভ করেন তারা। বাবুল মোল্লার যানাজা নামাজের পূর্বে এসময় মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ তার বক্তব্যতে বলেন দ্রুত সময়ের মধ্যে তথাকথিত অবৈধ গেইন ডায়েগণষ্টিকের মালিক রফিকের আসল পরিচয় কি? সে কি ডাক্তার,না সাংবাদিক নাকি আইনজীবী তা উদঘাটন করে ও বাবুল মোল্লার হত্যাকারীকে গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি দাবী জানান। অন্যতায় মহানগর ও জেলা বিএনপি সহ সগরীর সাধারন মানুষদের সাথে এবং অসহায় চিকিৎসা সেবা নিতে আসা মানুষদের রক্ষা করার প্রয়োজনে বরিশালের সকল দালাল নির্ভরশীল ডায়েগণষ্টিক বন্ধ করার পাশাপাশি তাদেরকে উচিৎ শিক্ষা দেওয়ার হুমকি প্রদান করেন। এসময় বাবুল মোল্লার প্রতি স্মরন করে আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, জেলা বিএনপি আহবায়ক এ্যাড, মজিবুর রহমান নান্টু, মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড আলী হায়দার বাবুল, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক এ্যাড শাহ্ আমিনুল ইসলাম আমিন ও বাবুল মোল্লার ছেলে। এসময় দলীয়ভাবে বাবুল মোল্লার হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, দলীয় কার্যালয়ে দোয়া-মোনাজাত সহ সোমবার জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করার তিনিদিনের কর্মসূচি ঘোষনা করা হয়। যানাজার নামাজে বিএনপি দলীয় নেতা কর্মী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও নগরীর বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহন করে। পরে বাবুল মোল্লার কফিনে মহানগর আহবায়ক, সিনিয়র যুগ্ম আবায়ক ও সদস্য সচিব দলীয় পতাকা ও শেষবারের মত ফুলেল শ্রদ্ধা জানান মহানগর বিএনপি নেতৃবৃন্দ। উল্লেখ্য, বুধবার নগরীর নিউরোলজী চিকিৎসক অমিতাভ সরকারের এক রোগীকে নগরীর জর্ডনরোডস্থ তথাকথিত গেইন ডায়েগণষ্টিকে নিয়ে যাওয়া হয়। এসময় রোগীদের কথা কাটাকাটির এক প্রর্যায়ে মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য গিয়াস উদ্দিন বাবুল মোল্লা রোগীদের ভুল চিকিৎসকের কাছে নিয়ে আসার প্রতিবাদ করলে তাকে ওই ডায়েগণষ্টিকের মালিক, তার ছোট ভাই সহ কর্মচারী ও দালালরা বাবুল মোল্লাকে ভিতরে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে তার শরীরের বিভিন্ন হাড় ভেঙ্গে একটি রোগী ধরা দালালের অটো সামনে ধাক্কা দিয়ে ফেলে দূর্ঘটনার নাটক রচনা করেন বলেন বলে মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ ও জর্ডনরোড স্থায়ী বাসিন্দা মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য জুলহাস উদ্দিন মাসুদ এই অভিযোগ করেন। মিছিল শেষে বাবুলের লাশ নিজ এলাকা নগরীর কাশিপুর ২৭ নং ওয়ার্ডের রুইয়া নিজ এলাকায় আছরবাদ দ্বীতিয় যানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।