রবিবার, ০২ জুন ২০২৪, ০৮:০১ পূর্বাহ্ন

কালিহাতীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

টাঙ্গাইল প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৪ জুলাই, ২০২২

টাঙ্গাইলের কালিহাতীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ট্রাক চালক মো. বাহাদুর আলী। গতকাল কালিহাতী পৌর এলাকার মুন্সিপাড়া এলাকায় কালিহাতী দক্ষিণ পাড়া গ্রামের ট্রাক চালক মো. বাহাদুর আলী সংবাদ সম্মেলনে এ দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. বাহাদুর আলী বলেন, গত ১৪ জুন মঙ্গলবার বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী শাহ আলমের স্বজন জুয়েল, নয়ন, আছর, লাল মিয়া, ভোলা, নাজমা, ফিরোজা, হাছনা, শাহনাজ, নাছিমা ও সোমলা আমার স্ত্রী তারাবানুর ওপর হামলা করে বাড়ি-ঘর ভাঙচুর করেন। আমরা স্ত্রীর চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকাবস্থায়ই স্ত্রী তারাবানুর ওপর হামলা ও বাড়ি-ঘর ভাংচুরের ঘটনায় মামলা করতে পারি। এ অপরাধ ঢাকতে হামলার ঘটনার একদিন আগে ১৩জুন সোমবার শাহ আলমের মেয়ে শাহানাজের শ্লীলতাহানির চেষ্টার মিথ্যা অভিযোগ এনে কালিহাতি থানায় অভিযোগ দিতে গেলে মামলা নিতে অস্বীকার করে। তখন স্থানীয় কিছু মাতাব্বর কু পরামর্শে টাঙ্গাইল কোট(১৮জুন) আদালতে উদ্দেশ্য প্রণোদিত হয়ে একটি মিথ্যা মামলা দায়ের করেন। এসময় কালিহাতী ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল আলম মিন্টু, সাধারন সম্পাদক মো. হারুন অর-রশিদ সহ কালিহাতী দক্ষিণ পাড়া গ্রামের শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com