দিনব্যাপী ধলেশ্বরী বিধৌত মন্সীগঞ্জের সোনালি এসএসসি’৮৬ এর মিলন মেলা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। মঙ্গলবার (১২ই জুলাই) দিনব্যাপী অনুষ্ঠানটি সকাল ১১টায় শুরু হয়েছে। গভীর রাত অবদি চলবে মিলন মেলার অনুষ্ঠান। মুন্সীগঞ্জের উত্তর ইসলামপুরে ইদ্রিস আলী মাদবর কারিগরি ইন্সটিটিউট এর ঈদগাহ মাঠে দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠানে মুন্সীগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি ৮৬ ব্যাচের বন্ধুরা আসতে শুরু করে, কুশল ও শুভেচ্ছা বিনিময়, সেলফি ও ছবি তোলায় আনন্দ উল্লাসে ব্যাস্ত থাকে। পরবর্তীতে সদস্য ফরম ফিলাপ করে নির্ধারিত ফি জমা দেয় সকল আগত ৮৬ ব্যাচের বন্ধু ও বান্ধবীরা। যোহরের আযান হলে প্যান্ডেলের ভিতরেই জামাতের সাথে যোহরের সালাত আদায় করা হয়। সালাত শেষে দূপুরের খাবার তারপর পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে পরিচিতি পর্বে সকল বন্ধুদের আবেগঘন পরিবেশের তৈরী হয়। কুরআন তেলোয়াতের পরে ৮৬ ব্যাচের বন্ধুদের অসুস্থ আত্মীয় স্বজনের সুস্থতার জন দোয়া করেন নরসিংদী আবেদ আলী ডিগ্রি কলেজের প্রফেসর বেপারী আলী আহমেদ। সিনিয়র সাংবাদিক মোঃ আতিকুর রহমান টিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন চাকুরীজীবি মোঃ গোলজার হোসেন, এ্যাড. জাহাঙ্গীর আলম ঢালী। মিলন মেলা উদ্বোধন করেন, আয়োজক জিপিএস গ্রুপের কর্ণধার আলহাজ্ব আলমাস শিমুল। এরপর বক্তব্য রাখেন- চট্টগ্রামের সন্ত্রাস দমনের বিশেষ ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুন্সীগঞ্জের লৌহজং এর কৃতি সন্তান মোঃ আব্দুল হালিম, তুলা উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক ড. মর্তুজা, মৎস কর্মকর্তা আনিসুর রহমান, আমেরিকা থেকে ফেসবুক লাইভে বক্তব্য রাখেন ৮৬ ব্যাচের ফেজবুক সংগঠক তাহমিনা ফ্লোরা প্রমুখ। এরপর উপস্থিত ৮৬ ব্যাচের বন্ধুরা সবাই একে একে স্মৃতিচারণ করেন এবং আয়োজক আলহাজ্ব আলমাস শিমুলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপস্থিত সকল বন্ধু-বান্ধবগণ। স্মৃতিচারণের পর শেষপর্বে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে মনোজ্ঞ সংগীতের মাধ্যমে সবাইকে মাতিয়ে রাখেন সংগীত শিল্পী শিশির রহমানসহ অন্যরা। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন-সিনিয়র সাংবাদিক, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড. আবু সাঈদ সোহান, সিনিয়র সাংবাদিক, নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলম লিটন, সিনিয়র সাংবাদিক মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি আব্দুস সালাম, জনজীবন ফাউন্ডেশনের সভাপতি ও দৈনিক বাংলার আলো নিউজের সাহিত্য সম্পাদক মোঃ জিয়াউর রহমান জীবন, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি ও মুন্সীগঞ্জের কাগজের চীফ রিপোর্টার মাসুদ রানা, দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি হুমায়ুন কবীর, এমসিটিভির স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।