রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
পবিত্র ভূমি ফিলিস্তিন জ্বলছে: সমাধান কোন পথে উলিপুরে ভেঙ্গে পড়া ব্রিজ সংস্কার হয়নি যানচলাচল ও যাতায়াত দুর্ভোগ চরমে শিক্ষার্থীদের কৃষি কাজে সম্পৃক্ত করতে এপির অভিনব উদ্যোগ নাগরিক টিভির জেলা প্রতিনিধির ওপর হামলা আসামী গ্রেপ্তারের দাবীতে মঠবাড়িয়ায় মানববন্ধন দাউদকান্দিতে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক অবহিতকরণ ও স্পট রেজিস্ট্রেশন উদ্বোধন কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ রক্ষা করে বৈদেশিক মুদ্রা অর্জনের চেষ্টা করতে হবে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে দশ জনের মনােনয়ন দাখিল রায়পুরায় চোলাই মদ ও গাঁজাসহ গ্রেপ্তার দুইজন কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত শ্রীমঙ্গল প্রেসক্লাবে ঢেউটিন দিয়ে সহায়তা করেন কৃষিমন্ত্রী কন্যা উম্মে ফারজানা

নিরাপদ সড়ক ও হাসপাতালে উন্নত চিকিৎসার দাবিতে জামালপুরে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

সম্প্রতি মেধাবী শিশু শিক্ষাথীর শিশু নৃত্য শিল্পী সমৃদ্ধি(৬) জামালপুর শহরের বকুলতলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটায় প্রাণ হারায়। নিয়ন্ত্রণহীন প্রাণঘাতি যান অটোক্সিার বেআইনীভাবে চলাচলের প্রতিবাদে এবং নিরপদ সড়ক প্রতিষ্ঠা এবং জামালপুর জেনারেল হাসপাতালে মুমূর্ষু রোগী উন্নত চিকিৎিসার দাবিতে বুধবার জামালপুর শহরের বকুলতলা চত্বরে অনুষ্ঠিত হয় মানববন্ধন। ‘আমরা সড়কে হারাতে চাই না আর সমৃদ্ধিদের প্রান, সড়ক হোক শান্তির, মৃত্যুর নয় জীবন হবে না ম্লান’ এই শ্লোগান সামনে রেখে মানববন্ধনের আয়োজন করা হয়। সম্মিলিত সামাজিক আন্দোলন ও হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জামালপুর জেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন উভয় সংগঠনের সভাপতি জাহাঙ্গীর সেলিম।সকাল ১১টা থেকে ঘন্টাব্যপী অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যোর মাঝে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা আমির উদ্দিন, নিহত সমৃদ্ধির বাবা সৌমিক ধর, সচেতন নাগরিক কমিটি জামালপুর জেলা শাখার সভাপতি অজয় পাল, মনিমেলা খেলাঘর আসরের সভাপতি অরুপ দত্ত, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য সচিব আরজু আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ। উল্লেখ গত ৬ জুলাই ডলফিন কিন্টার গার্ডেনের শিক্ষার্থী সমৃদ্ধি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তির ফলাফল নিয়ে বাড়ি ফিরার জন্য রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অটো চাপা দেয়। রক্তাক্ত অবস্থায় হাপাতালে নেয়ার পর দ্রুত অক্সিজেন না দিতে পারায় এবং সিসিইউ না থাকায় মৃত্যুবরণ করে। মানববন্ধনে বকুলতলা চত্বরসহ শহরের বিভিন্ন সড়কের জনবহুল মোড়ে ট্রাফিক পুলিশ নিয়োগ করা, জেব্র ক্রচিং, প্রযোজন বিবেচনায় স্পীড বেকার স্থাপন করা অথবা ডিজিটাল সিগনাল ব্যবস্থা চালু করা, শহরের যানজট নিরসনে একদিন লাল রং এর অটো একটি সবুল রং এর অটোরিক্সা চলাচলের পূর্বের ব্যবস্থা চালু করা, ১৮ বছরের কম বয়সী শিশুদের অটো চালানো নিষিদ্ধ করা, চাঁদাবাজি বন্ধ করা, ট্রাফিক সপ্তাহ নিয়মিত পালন করা, অনিয়ন্ত্রিত ও নিবন্ধনবিহীন প্রতিটি যানবাহন সড়কে চলাচল নিষিদ্ধ করা, ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি চালানো নিষিদ্ধ করা, জামালপুর জেনারেল হাসপাতালে মুমূর্ষু রোগীদের জন্য সিসিইউ ও আইসিইউ ব্যবস্থা চালু করা, দূর্ঘটনার শিকার রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবাদান এবং উন্নত চিকিৎসা সেবা চালু করার জোর দাবি জানানো হয়। উল্লেখিত দাবি পূরণের কাজ শুরু না হলে লাগাতার আন্দোলনের ঘোষণা দেয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com