নরসিংদীতে মেঘনা নদীর শাখায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে নদী ভাঙনের কবল থেকে বাড়ি-ঘর রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী এলাকাবাসী মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নরসিংদী সদর উপজেলার আলোকবালী ও করিমপুর ইউনিয়ন অংশে নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে ২০ থেকে ২২টি ড্রেজারের ১৩০ থেকে ১৪০ ফুট লম্বাকৃতির পাইপ দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এসব ড্রেজারে প্রতিদিন ১৫ লাখ ঘনফুট বালু উত্তোলন করে বিক্রি করছে একটি প্রভাবশালী চক্র। খালের অংশে বালু উত্তোলন না করে কৃষকের ফসলী জমি থেকে মাটি কেটে নেয়া হচ্ছে। এতে মেঘনার শাখা নদীর খালে প্রায় ১০০ ফুট গর্তের সৃষ্টি হওয়ায় আশেপাশের এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে। ভাঙনের কবলে পড়ে শত শত একর ফসলী জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে একদিকে ফসলি জমি বিলীন ও অন্যদিকে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে শতাধিক এলাকাবাসীর স্বাক্ষরিত স্মরকলিপি প্রদান করে এলাকাবাসী।