ওয়েষ্ট ইন্ডিজের গায়ানায় অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যাবধানেই স্বাগতিকদের পরাজিত করে তাদেরকে বাংলাওয়াশ বা হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। বাংলাদেশ সময় শনিবার রাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওয়েষ্ট ইন্ডিজ প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে। মাত্র ১৬ রানেই ৩ উইকেট হারিয়ে দুঃচিন্তায় পরে স্বাগতিকরা। চতুর্থ উইকেট জুটিতে ৬৭ রানের একটি পার্টনারশীপ গড়েন কেসি কার্টি ও দলীয় অধিনায়ক নিকোলাস পরান। দলীয় ৯, ১৫ ও ১৬ রানে তিনটি উইকেট হারায় ওঃ ইন্ডিজ। এরপর কেসি কার্টি ৬৬ বলে ৩৩ ও পরান ১০৯ বলে ৪ টি চার ও দুটি ছক্কার সাহায্যে ৭৩ রান করে। এরপর নিয়মিত উইকেট পরতে থাকলে এক পর্যায়ে ৪৮.৪ ওভারে ১৭৮ রানে সব কয়টি উইকেট হারায় স্বাগতিকরা। বাংলাদেশের তাইজুল ইসলাম ১০ ওভার বল করে ২৮ রান খরচায় নেয় ৫ উইকেট। এছাড়া মুস্তাফিজ ২ ও নাসুম আহমেদও ২ টি উইকেট লাভ করে। ১৭৯ রানের টার্গেটে সফরকারীরা ১৭৯ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই শান্ত দলীয় বিশ রানের মাথায় ব্যাক্তিগত ১ রান করে সাজঘরে ফিরে। দলীয় ৭০ রানে তামিম ইকবাল ব্যাক্তিগত ৩৪ রান করে আউট হয়ে যায়। এরপর লিটন কুমার দাস ৬৫ বলে ৫ টি চার ও এক ছক্কায় করে ৫০ রান। মাহমুদউল্লাহ একটি ধীরগতির ইনিংস খেলেন ৬১ বলে এক চারে করেন ২৬ রান। নুরুল হাসান করেন ৩৮ বলে ৩২ রান। বাংলাদেশ ৪৮.৩ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৭৯ রান করলে ৪ উইকেটের জয় পায় তামিমরা। গুডাকেস মোটি ২৩ রান দিয়ে নেয় চার উইকেট। বাংলাদেশের এ জয়ে ওঃ ইন্ডিজের বিপক্ষে আরো একবার হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করলো টাইগাররা। ২৮ রানে ৫ উইকেট নেওয়ায় তাইজুল ইসলাম ম্যান অফদ্যা ম্যাচ নির্বাচিত হয়।