জামালপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ঘর হামলা, ভাঙচুর, লুটপাট, বোমাবাজি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী। রবিবার(১৭ জুলাই) জামালপুর শহরের হাটচন্দ্রা সড়কের মানববন্ধন করে শত শত নারী পুরুষ এলাকাবাসি। মানববন্ধনে বক্তারা বলেন, ছেলেদের ফুটবল খেলাকে কেন্দ্র করে হাটচন্দ্রা গ্রামের চিহ্নিত সন্ত্রাসী বিল্লাল, খলিলুর ,আবুল কালাম ও রুহানি এবং তাদের সাঙ্গপাঙ্গরা দেশী অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে অসহায় পরিবারের সদস্য মোর্শেদা বেগম, শাহিন, নুর উদ্দিনসহ বেশ কয়েকজনের বাড়ি ঘরে হামলা চালিয়ে দা দিয়ে কুপিয়ে ভাঙচুর করে। এসময় ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীরা বেরিয়ে যাবার সময় তারা বোমাবাজি করে এলাকাবাসীর মনে আতংকের সৃষ্টি করে। তাদের এ হিংস্র তা-ব থেকে এলাকাবাসী রক্ষা পায়নি ঈদে বাড়িতে আসা আত্মীয় স্বজন মেহমানরাও। সন্ত্রাসীরা পাশের উপজেলা মাদারগঞ্জ থেকে বেড়াতে আসা আত্মীয় খোরশেদ আলমকে কুপিয়ে মারাত্বক আহত করেছে। বর্তমানে তিনি জামালপুর ২৫০ শয্যা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অথচ এমন ভয়াবহ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পক্ষে মামলা নেয়নি পুলিশ। এব্যাপারে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, শাহনেওয়াজ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, একপক্ষ অভিযোগ নিয়ে এসেছিল তা’গ্রহন করা হয়েছে। অপরপক্ষের অভিযোগ পেলে গ্রহন করে তদন্ত করা হবে বলে জানান। এব্যাপারে ক্ষতিগ্রস্ত মোর্শেদা বেগম বলেন, বিল্লাল কালামরা আমার ঘর বাড়ি কুপিয়ে তছনছ করল, লুটপাট করল, আমাকে মারধর করল অথচ পুলিশ আমার মামলা নিল না। উল্টো কালামরা আমাদের বিরুদ্ধে মামলা করে আমার ছেলেসহ এলাকার কিছু নির্দোষ লোক আসামী করেছে। এবিষয়ে এলাকাবাসীর এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিরীহ, নিরাপরাধ লোকজনের বিরোদ্ধে হয়রানিমুলক মিথ্যা মামলার প্রত্যাহারের দাবী জানিয়ে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।