রংপুরের বদরগঞ্জে খাস জমি জবর দখল করে বাড়ীঘর নির্মান করছেন একটি প্রভাবশালী মহল। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসে লিখিত অভিযোগ করেও কোন ফল হয়নি। উল্টো অভিযোগকারীকে হুমকী প্রদান করছেন ওই প্রভাবশালী মহলটি। জানা যায়, উপজেলার লোহানীপাড়া মৌজার সাজানোগ্রাম মাষ্টারপাড়ার মৃত নবা মিয়ার ছেলে ভুমিদস্যু আক্তার হোসেন স্থানীয় প্রভাব খাটিয়ে গত দুই তিনদিন ধরে সরকারের এক নম্বর খাস খতিয়ান জমি জবর দখল করে সেখানে পাকা বাড়ী নির্মাণ করছেন। শনিবার সকালে গ্রামবাসী তাকে খাস জমিতে বাড়ী নির্মাণে বাধা দিলে তিনি গ্রামবাসীর কথা কর্ণপাত না করে নির্মাণ কাজ জোরে সোরে এগিয়ে নিয়ে যান। এরপর এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। কিন্তু অভিযোগ করেও কোন ফল হয়নি। গতকাল রবিবার গ্রামবাসীর সাথে আলাপ করে জানা যায়, বাড়ীঘর নির্মাণকালে সংশ্লিষ্ট ইউনিয়নের তহশিলদার মো: আনারুল ইসলাম ঘটনাস্থলে যাওয়ার পরেও নির্মাণকাজ বন্ধ না করে তিনি অজ্ঞাত কারণে সেখান থেকে ফিরে আসেন। যার ফলে আক্তার হোসেন এখন বীরদর্পে বাড়ীঘর নির্মাণ করছেন। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে। কিন্তু উপজেলা প্রশাসন বাড়ীঘর নির্মানের বিষয়টি খতিয়ে দেখতে দেখতে ভুমিদস্যু আক্তার হোসেন তার পাকা বাড়ীতে বসবাস শুরু করবেন বলে এলাকাবাসীর মুখে মুখে গুঞ্জন শোনা যাচ্ছে। এদিকে উপজেলা প্রশাসন খাস জমিতে বাড়ী নির্মানে বাধা প্রদান না করায় ওই এলাকার একাধিক ব্যক্তি এক নম্বর খাস খতিয়ান জমি দখল পুর্বক পাকা বাড়ী করার জন্য নির্মাণ সামগ্রী প্রস্তুত করছেন বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।