রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম ::
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব ছয় মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ অন্তঃস্বত্তা গৃহবধূ স্বপ্না হিলির রেললাইনের ধারে খেজুর রস নামাতে ব্যস্ত গাছিরা মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন গাইবান্ধায় ছোটবোন ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন

বৃষ্টির জন্য হাহাকার উত্তরাঞ্চলে ধান চাষাবাদ নিয়ে শঙ্কায় কৃষক!

সোহেল রানা মহাদেবপুর (নওগাঁ) :
  • আপডেট সময় সোমবার, ১৮ জুলাই, ২০২২

‘বেলা দ্বি-প্রহর, ধু-ধু বালুচর, ধূপেতে কলিজা ফাটে, পিয়াসে কাতর; আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে-আসমান হইলো টুটা-ফুটা, জমিন হইলো ফাটা’ বিখ্যাত কণ্ঠশিল্পী আব্বাস উদ্দিনের এই গানের মত উত্তরাঞ্চলে আজও বৃষ্টির জন্য হাহাকার পড়ে গেছে। প্রকৃতিতে এখন ভরা বর্ষা মৌসুম চললেও গত তিন সপ্তাহ থেকে তীব্র খড়া আর অনাবৃষ্টির কারণে পুড়ছে ফসলের মাঠ। মাটি ফেটে চৌচির। আউশ ও আমন ধান চাষিদের কপালে চিন্তার ভাঁজ। আষাঢ় গেল। চলছে শ্রাবণ মাস। কিন্তু বইছে না শ্রাবণের ধারা। গত এক দশকে প্রকৃতির এই রূক্ষতা দেখেনি দেশের মানুষ। বৃষ্টির অভাবে কৃষকরা তৈরি করতে পারছেন না আমন চাষের জমি, পড়েছেন চরম বিপাকে। শুকিয়ে যাচ্ছে বীজতলা ও চারা। গভীর-অগভীর নলকূপ থেকে পানি দিয়ে জমি তৈরি করায় বাড়তি খরচ গুণতে হচ্ছে তাদের। এ বছর ধান উৎপাদনে লক্ষ্যমাত্রা ব্যহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। খোঁজ নিয়ে জানা যায়, আষাঢ়-শ্রাবণ মাস আমনের চারা রোপণের উপযুক্ত সময়। এ মৌসুমে বৃষ্টির ওপর নির্ভর করে চাষাবাদ করা হয়ে থাকে। কিন্তু এই ভরা বর্ষা মৌসুমেও বৃষ্টির কোনো দেখা নেই। বৃষ্টির অভাবে জমি তৈরি করতে না পেরে চরম বেকায়দায় পড়েছেন এ অঞ্চলের কৃষক। কেউ কেউ বৃষ্টির অপেক্ষায় না থেকে গভীর ও অগভীর নলকূপ থেকে পানি নিয়ে জমিতে চারা রোপণ করেছেন। সেচ দিয়ে চারা রোপণ করলেও পানি ধরে রাখতে পারছেন না চাষিরা। সেই জমিগুলোও শুকিয়ে যাচ্ছে। কৃষকরা ৫-৬শ’ টাকা দিয়ে প্রতি বিঘা জমিতে পানি সেচের মাধ্যমে আমন ধান লাগাতে গিয়ে দিশেহারা হয়ে পড়ছেন। বাড়তি খরচের পাশাপাশি দেখা দিয়েছে বিপর্যয়ের আশঙ্কা। এছাড়াও আউশ ধান খেতে সেচ দেয়া নিয়ে চরম বেকায়দায় পড়েছেন চাষিরা। সেচের মাধ্যমে পানির চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। সেইসঙ্গে বাড়ছে পোকামাকড়ের উপদ্রব। উৎপাদন লক্ষ্য পুরণে ব্যাতয় ঘটবে বলে ধারণা করছেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, ২০২২-২০২৩ খরিপ-২ মৌসুমে এ অঞ্চলে ৪ লাখ ৩ হাজার ৪৬৬ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত মাত্র ১০ হাজার হেক্টর জমিতে চারা রোপণ হয়েছে। এছাড়া আউশের চাষ হয়েছে ১ লাখ ৭১ হাজার ৩৭৮ হেক্টর জমিতে। রংপুর বিভাগে ৬ লাখ ১৬ হাজার হেক্টরে আমনের লক্ষ্যমাত্রা ধরা হলেও বিপরিতে ১৯ হাজার হেক্টর অর্জন হয়েছে বলে একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে। রংপুর আবহাওয়া অধিদপ্তর এর তথ্য মতে, গত বছরের জুলাই মাসে বৃষ্টিপাত হয়েছে ১৯৭ মিলিমিটার এ বছর মাত্র ১৭ মিলিমিটার। তাপমাত্র ওঠানামা করছে ৩৬ থেকে ৩৯ ডিগ্রী সেলসিয়াস। এ মাসে ৪৫৩ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা কিন্তু সেই তুলনায় এখানে সে বৃষ্টি রেকর্ড হয়নি। ১৮ জুলাই সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার র্প্বূাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, রাজশাহী, রংপুর এবং নীলফামারীর উপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। তিনি জানান, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত লঘুচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মৌসুমী বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, উড়িষ্যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারী অবস্থায় রয়েছে। বৃষ্টিপাতের বিষয়ে তিনি জানান, দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। শতাধিক ধান চাষিদের সাথে কথা বললে তারা জানান, আমন ও আউশ আবাদের জন্য বৃষ্টির পানির ওপর নির্ভর করতে হয়। পানির অভাবে অনেকেই এখন পর্যন্ত আমনের জমিই তৈরি করতে পারেননি। কেউ কেউ সেচ দিয়ে জমি তৈরি করে চারা রোপণ করেছেন কিন্তু বৃষ্টির অভাবে সেগুলোও লালচে আকার ধারণ করছে। বৃষ্টি না হলে এগুলোও রক্ষা করা সম্ভব নয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ শামছুল ওয়াদুদ জানান, আমন ও আউশ ধান চাষাবাদে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে প্রতিটি সেচযন্ত্র চালু করার জন্য চিঠি দেওয়া হয়েছে। নিচু ও মাঝারি উঁচু জমিতে আমন রোপণ চলছে। এখনই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সামনের সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমন রোপণে লক্ষ্যমাত্রা অজির্ত হবে বলে আশা করছেন তিনি। কৃষি বিভাগের পক্ষ থেকে সম্পূরক সেচ দিয়ে চাষাবাদ করার পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রেরণ করা চিঠি প্রাপ্তির সত্যাতা নিশ্চিত করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এর নির্বাহী পরিচালক আব্দুর রশীদ জানান, সেচযন্ত্রগুলো প্রস্তুত রয়েছে এবং তারা সেচকার্য পরিচালনা করছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com