নন্দিত কথা সাহিত্যিক, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা, জনপ্রিয় নাট্যকার ড. হুমায়ূন আহমেদের ১০ম প্রয়াণ দিবস উপলক্ষ্যে নিজ জেলা নেত্রকোনায় হুমায়ুন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, কালো ব্যাজ ধারণ, কোরানখানি, স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলা প্রেসক্লাবে হিমু পাঠক আড্ডা মঙ্গলবার সকাল ১১টায় এ অনুষ্ঠানের আয়োজন করে। নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি, লেখক সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আলপনা বেগমের সঞ্চালনায় স্মরণ কথনে লেখকের বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রেসক্লাবের সাবেক সম্পাদক, প্রবীন সাংবাদিক ও ছড়াকার শ্যামলেন্দু পাল, নেত্রকোনা সরকারী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক অনুপ সাদি, সহকারী অধ্যাপক মো, কামরুল হাসান প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এ কে এম আবদুল্লাহ, ছড়াকার সাংবাদিক সঞ্জয় সরকার, প্রমুখ। এদিকে একইদিন দুপুরে লেখকের জন্মভিটা নানার বাড়ি জেলার মোহনগঞ্জ পৌরসভার শেখ বাড়িতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কোরআন খানি ও মিলাদ মাহফিল। অপরদিকে হুমায়ূন আহমেদের পৈত্রিক ভিটা কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের কুতুবপুর গ্রামে নিজ হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপিঠে লেখকের প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পন, শোক র্যালী, কোরআন খানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।