বরিশাল জেলার আগৈলঝাড়ায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর উদ্যোগে গরুর খামারিদের মাঝে ঘাস বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের কার্যালয় উপজেলা বিভিন্ন খামারিদের মাঝে উন্নত মানের ঘাসের চারা বীজ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রাণী দপ্তর কর্মকর্তা মনিরুজ্জামান তরফদার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সম্পাদক সহ বিভিন্ন খামারি গন। জানা যায় যে, উপজেলা প্রাণী দপ্তর দুজন ডাক্তার চিকিৎসা দিয়ে যাচ্ছেন উপজেলার গোখামারীদের গরুর। ডাক্তার স্বল্পতার কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। খামারির মালিকরা জানান ডাক্তার বেশি না থাকার কারণে আমাদের গবাদি পশুর ক্ষতির সংখ্যা বেশি হচ্ছে ।গরুর অসুখ হলে ডাক্তারদেরকে সব সময় পাওয়া যায় না। কারণ তারা হয়তো অন্য এলাকায় রয়েছে তখন কি করে আবার এক জায়গায় যাবে সময়ের কারণে তখন দুর্ঘটনা ঘটে। প্রাণী দপ্তর উপসহকারী গিয়াস উদ্দিন জানান আমাদের দুজন ডাক্তার দিয়ে চলছে উপজেলা পশুর চিকিৎসা। ডাক্তার রবিউল আলম নাঈম জানান উপজেলার মধ্যে বেশ কিছু গরুর খামারি রয়েছে যাহাতে আমাদের দুজন ডাক্তার দিয়ে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছি। ঘাস প্রকল্পের সিইএস শাহীন আকন জানান উপজেলার প্রায় উন্নত জাতের ৩৫ থেকে ৪০ জন গোখামারি মালিকদের ঘাসের বীজ/চারা বিতরণ করা হয়েছে।