সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক ইউপি চেয়ারম্যান হাসেবুল হক হাসানের বিরুদ্ধে হয়রানীমুলক মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগ ও সর্বস্তরের জনগণের ব্যানারে ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক আজাদুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার সকালে কায়েমপুর ইউনিয়নের কাশিনাথপুর বাজারে এ মানববন্ধনে বক্তারা বলেন, ঈদগাঁহ মাঠকে কেন্দ্র করে পুর্ববিরোধের জের ধরে গত ২২ এপ্রিল শুক্রবার বিকেলে গোপীনাথপুর গ্রামের মৃত মোক্তারুজ্জামানের ছেলে হারুনুজ্জামাম বিপ্লবকে হত্যা করে তারই প্রতিপক্ষ। সেদিন কায়েমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান উপস্থিত ছিলেন না অথচ, নিহতের ভাই হাসিবুজ্জামান কবির বাদি হয়ে সাবেক চেয়ারম্যান হাসান এবং তার বাবাসহ করে ২৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। আমরা প্রকৃত হত্যাকারীদের বিচার চাই এবং নির্দোশ সাবেক চেয়ারম্যান হাসান ও তার বাবার নাম প্রত্যাহার চাই। এদিকে মামলার বাদী হাসিবুজ্জামান কবীর বলেন, হাসান এ হত্যার সাথে সরাসরি জড়িত তিনিই প্রথম হামলা ও মারপিট শুরু করে। এই প্রভাবশালী সাবেক চেয়ারম্যান হাসানকে মামলা থেকে রক্ষার জন্য টাকার বিনিময়ে তারা লোকজন ভাড়া করে এনে এ মানববন্ধন করেছে। তারা নিজের এলাকায় মানববন্ধন করতে পারবে না জেনেই অন্য এলাকায় মানববন্ধন করেছে। এমনকি আসামীরা আমাকেও হত্যা করার জন্য হুমকি ধামকি দিয়ে আসছে।