প্রচন্ড গরম আর টানা তাপপ্রবাহে রোদে পুড়ছে অন্যান্য জেলার মত গাইবান্ধা জেলাবাসী। বাদ পড়েনি সাদুল্লাপুর পলাশবাড়ী অঞ্চলের মানুষ। মাঠে ঘাটে কাজ করতে চরম বেকায়দায় পড়েছে কৃষক-শ্রমিক। মাত্রারিক্ত খরতাপে হাঁসফাঁস হয়ে উঠেছে তারা। প্রখর রোদে মাঠে কাজ করতে গিয়ে একটু শান্তির স্বস্তির কথা চিন্তা করেন এসকল কৃষক শ্রমিক। এই সকল মানুষদের একটু প্রশান্তির পরশ বুলিয়ে দিতে এবং দেশের উন্নয়নে কাজ করার সহযোগিতা করতে তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। স্মৃতির উদ্যোগে সাদুল্লাপুর পলাশবাড়ী উপজেলায় খেটে খাওয়া দুই হাজার কৃষক- শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়েছে একটি করে ছাতা। ছাতা পেয়ে খুশিতে মাতোয়ারা সাদুল্লাপুর পলাশবাড়ী উপজেলার কৃষক-শ্রমিকরা। গতকাল ছাতা পেয়ে জামালপুর ইউনিয়নের কৃষক শামসুল হক বলেন- এই প্রচন্ড গরমে বাহিরে বের হওয়া খুবই কষ্ট কর। চরম দূরাবস্থার সময়ে এমপি আপা ছাতা দিলেন মুই খুবই খুশি। অপরদিকে কৃষাণী আকলিমা বেগম বলেন- মাঠে গিয়ে গরমে থাকতে কষ্ট হত।এখন ছাতা নিয়ে মাঠে কিছুটা শান্তিতে কাজ করতে পারব। বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি মুঠোফোনে বলেন- আমার সংসদীয় এলাকা সাদুল্লাপুর পলাশবাড়ী উপজেলায় কৃষক শ্রমিকরা যেন এই প্রচন্ড গরমে একটু স্বস্তিতে বাহিরে কাজ করতে পারেন তাদের কথা চিন্তা করেই দুই হাজার ছাতা বিতরণ করেছি। পর্যায়ক্রমে আরো বিতরণ করা হবে। এমপির ব্যক্তিগত সহকারী আনোয়ারুল ইসলাম আজিমের তত্বাবধায়নে এই ছাতা সাদুল্লাপুর পলাশবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বিতরণ করা হয়।