সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন

দক্ষিণালের ৮ জেলা লোডশেডিং মুক্ত

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২২ জুলাই, ২০২২

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) দক্ষিণা লের ২১ জেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার দায়িত্বে নিয়েজিত। এই সংস্থাটি ১৩ জেলায় বিদ্যুৎ সাশ্রয়ে লোডশেডিংয়ের সিডিউল প্রকাশ করলেও এর বাইরে রাখা হয়েছে গোপালগঞ্জসহ এ অ লের ৮ জেলা। গত বুধবার (২০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আজহারুল ইসলাম। লোডশেডিং মুক্ত ৮টি জেলা হচ্ছে- গোপালগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, শরীয়তপুর ও মাদারীপুর।
আজহারুল ইসলাম বলেন, পায়রা বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিক বিদ্যুৎ উল্লেখিত জেলাগুলোতে সরবরাহ করা হচ্ছে। ফলে আট জেলায় বিদ্যুতের ঘাটতি থাকছে না। এ কারণে আপাতত ওই জেলাগুলোতে কোনো লোডশেডিং হবে না।’
তিনি আরও বলেন, ‘দক্ষিণা লের ১৩ জেলায় আপাতত ক্ষেত্র বিশেষে এক ঘণ্টা থেকে দেই ঘন্টা করে লোডশেডিং করা হচ্ছে। মূলত বিদ্যুৎ প্রাপ্তি সাপেক্ষে সরবরাহ ও লোডশেডিং করা হচ্ছে।’ আজহারুল ইসলাম বলেন, খুলনা, বরিশাল বিভাগ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ মোট ২১ জেলা শহরের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ওজোপাডিকোর আওতায় রয়েছে। ৮ জেলা বাদে বাকি ১৩টি জেলায় লোডশেডিংয়ের আওতায় রয়েছে। এই জেলাগুলোর লোডশেডিংয়ের সিডিউল প্রকাশ করা হয়েছে।’
এদিকে লোডশেডিংয়ের প্রথমদিন মঙ্গলবার (১৯ জুলাই) রাত ৯টায় ওজোপাডিকো এবং পল্লী বিদ্যুতের ঘাটতি ছিল ৩২৮ মেগাওয়াট। ওজোপাডিকোর কন্ট্রোলরুম সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টায় খুলনাসহ দক্ষিণা লের ২১ জেলায় বিদ্যুতের চাহিদা ছিল ২ হাজার ৮৯ মেগাওয়াট। চাহিদার বিপরীতে সরবরাহ ছিল ১ হাজার ৭৬১ মেগাওয়াট। ফলে বিদ্যুতের ঘাটতি দেখা দেয় ৩২৮ মেগাওয়াট। এরমধ্যে ওজোপাডিকোর ৫৮৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে সরবরহা দেওয়া হয় ৫১৯ মেগাওয়াট। ঘাটতি ছিল ৬৬ মেগাওয়াট বিদ্যুৎ। এছাড়া পল্লী বিদ্যুতের ১ হাজার ৫০৪ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ দেওয়া হয় ১ হাজার ২৪২ মেগাওয়াট। সেখানে ঘাটতি ছিল ২৬২ মেগাওয়াট বিদ্যুৎ।
ওজোপাডিকো সূত্রে জানা গেছে, ওজোপাডিকো দক্ষিণা লের ২১টি জেলা শহর ও ২০টি উপজেলায় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কার্যক্রম পরিচালনা করে থাকে। ২১ টি জেলা শহর হচ্ছে- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর। ২০টি উপজেলা হচ্ছে- ফুলতলা, মংলা, কালিগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা, আলমডাঙ্গা, ভেড়ামারা ও কুমারখালী, পাংশা, গোয়ালন্দ, মধুখালী, সদরপুর ও ভাঙ্গা। আর বরিশাল বিভাগের ভান্ডারিয়া, বোরহানউদ্দিন, নলসিটি, কাঁঠালিয়া, চরফ্যাশন ও মনপুরা উপজেলা। ওজোপাডিকো’র প্রধান প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, জোপাডিকোর ২১ জেলায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ৬৭৪ মেগাওয়াট। মঙ্গলবার ৫৮৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে ওজোপাডিকো। বুধবারও সরবরাহের পরিমাণ একই ধরনের থাকতে পারে বলে আভাস দিয়েছেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com