“নিরাপদ মাছে ভরবোদেশ বঙ্গ বন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপিত হয়েছে। ২৩ জুলাই থেকে ২৯ জুলাই সপ্তাহ ব্যপী দিবসটি সম্পর্কিত ২৩ জুলাই স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৪ জুলাই সকালে বর্ণাঢ্য র্যালীও স্থানীয় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলানয়তনে দিবসটি উপলক্ষ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ। স্বাগত বক্তব্য শেষে উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা’র সভাপতিত্বে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষনা করেন চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান, এসএম মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান, সাবেরা কামাল স্বপ্না, সদর ইউপি চেয়ারম্যান, শেখ নিজাম উদ্দীন প্রমুখ। আনুষ্ঠানে সফল মৎস্যচাষীর মধ্যে তিনজনকে ক্রেস্ট প্রদান করে, পুরস্কৃত করা হয়।