“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” জাতীয় মৎস্য সপ্তাহ/২২ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার শত শত মৎস্যজীবী, সরকারি কর্মকর্তা, গণ-মাধ্যমকর্মী ও সুধীদের সমন্বয়ে বাদ্যযন্ত্র শোভাকারে, প্লে-কার্ড, ব্যানার হাতে নিয়ে র্যারি মিছিল বের করে। র্যালিটি নেতৃত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপোজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম ও প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম প্রমূখ। র্যালি শেষে গলাচিপা উপজেলা প্রশাসনের দিঘী পুকুরে অতিথিরা মৎস্য পোনা অবমুক্ত করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য চাষীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুদক্ষ নির্বাহী অফিসার আশিষ কুমার প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও সকল মৎস্য জীবীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। স্বাগতত বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন। উল্লেখ্য উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ মৎস্য সপ্তাহ/২২ উপলক্ষে নানবিধ কর্মসূচি গ্রহণ করেছে।