সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩৯৪৬ জন, মৃত্যু ৩৯

খবরপত্র নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৪৬। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৯ জন মারা গেছেন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৬২১ জন। আর মোট শনাক্তের সংখ্যা এক লাখ ২৬ হাজার ৬০৬জন।

বৃহস্পতিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৯৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। একদিনে সর্বোচ্চ পরীক্ষা করা হয়েছে আজকে। ৬৬টি ল‌্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৪৪৩টি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ১৮২৯ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫১ হাজার ৪৯৫ জন।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, নতুন করে যে ৩৯ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ৭ জন। এ নিয়ে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে দেশে মোট মারা গেলেন এক হাজার ৬২১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ২৮ শতাংশ।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com